ধরন | পাবলিক কোম্পানী |
---|---|
শিল্প | আর্থিক পরিষেবা financial sector |
প্রতিষ্ঠাকাল | ১৮১২ |
সদরদপ্তর | , |
মাতৃ-প্রতিষ্ঠান | সিটিগ্রুপ |
সিটিব্যাংক এনএ (ইংরেজি: Citibank National Association) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ভিত্তিক একটি ব্যাংক, যা সিটিগ্রুপ-এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। এই ব্যাংকটি ১৮১২ সালে "সিটি ব্যাংক অব নিউইয়র্ক" নামে প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীতে ''ফার্স্ট ন্যাশনাল সিটি ব্যাংক অব নিউইয়র্ক" নাম ধারণ করে। ২০১১ সারের তথ্যানুসারে সিটিগ্রুপ যুক্তরাষ্ট্রের ৩য় বৃহত্তম ব্যাংকিং গ্রুপ[১]।