সিডনি ফ্ল্যানিগান | |
---|---|
![]() ২০২০ সালে ফ্ল্যানিগান | |
জন্ম | সিডনি জিন ফ্ল্যানিগান ১৯ অক্টোবর ১৯৯৮ বাফেলো, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র |
জাতীয়তা | মার্কিন |
পেশা |
|
কর্মজীবন | ২০২০–বর্তমান |
সিডনি জিন ফ্ল্যানিগান (জন্ম: ১৯ অক্টোবর, ১৯৯৮)[১] একজন মার্কিন অভিনেত্রী, গায়িকা ও গীতিকার।[২][৩][৪] তার অভিনয় জীবনের সূচনা হয় স্বাধীন নাট্য চলচ্চিত্র নেভার রেয়ারলি সামটাইমস অলওয়েজ (২০২০)-এ প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এর জন্য তিনি ক্রিটিকস' চয়েস মুভি অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্ট্রেস ও ইনডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিমেল লিড-এ মনোনয়ন লাভ করেন।
<ref>
ট্যাগ বৈধ নয়; Playboy2020
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
এই নিবন্ধটির অতিরিক্ত অথবা আরো বৈশিষ্ট্যসূচক বিষয়শ্রেণী প্রয়োজন। (এপ্রিল ২০২৫) |