সিতারা-ই-জুরাত | |
---|---|
![]() সিতারা-ই-জুরাত পদকের রিবন | |
পুরস্কারদাতা দেশ পাকিস্তান | |
ধরন | সামরিক অলংকরণ |
যোগ্যতা | শুধুমাত্র সামরিক ক্ষেত্রে প্রদেয় (সকল পদের জন্য প্রযোজ্য) |
পুরস্কৃত হওয়ার কারণ | "...যুদ্ধে বিশেষ বীরত্ব প্রদর্শনের জন্য..."[১] |
মর্যাদা | বর্তমানে প্রচলিত |
পরিসংখ্যান | |
প্রতিষ্ঠিত | ১৬ মার্চ ১৯৫৭[২] |
পূর্ববর্তী | |
পরবর্তী (উর্ধতন) | (১) নিশান-ই-হায়দার (২) হিলাল-ই-জুরাত |
পরবর্তী (অধীনস্থ) | (৪) তামঘা-ই-জুরাত |
সিতারা-ই-জুরাত (উর্দু: ستارہ جرأت, সাহসিকতার তারকা) হলো পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ সামরিক পদক। প্রজাতন্ত্র হিসেবে পাকিস্তানের আত্মপ্রকাশের পরে ১৯৫৭ সালে এই পদকের প্রবর্তন হয়। যদিও ১৯৪৭ সালের পরবর্তী বিভিন্ন বিষয়েও এটি প্রদান করা হয়েছে। যুদ্ধে বিশেষ বীরত্ব প্রদর্শনের স্বীকৃতি স্বরূপ শুধুমাত্র সামরিক ক্ষেত্রে এই পদক প্রদান করা হয়।[২][৩] এই পদকটি ব্রিটিশ মিলিটারি ক্রস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সিলভার স্টারের সমতুল্য।
|শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]