সিদ্ধ

সিদ্ধ (সংস্কৃত: सिद्ध) হলো একটি শব্দ যা ভারতীয় ধর্ম ও সংস্কৃতিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এর অর্থ "যিনি সিদ্ধি লাভ করেছেন।"[] এটি নিখুঁত গুরুদের বোঝায় যারা উচ্চ মাত্রার শারীরিক এবং সেইসাথে আধ্যাত্মিক পরিপূর্ণতা বা জ্ঞান অর্জন করেছেন। জৈনধর্ম, শব্দটি মুক্ত আত্মাদের বোঝাতে ব্যবহৃত হয়। সিদ্ধ এমন একজনকেও বোঝাতে পারে যিনি সিদ্ধি, অলৌকিক ক্ষমতা অর্জন করেছেন। সিদ্ধরা বিস্তৃতভাবে সিদ্ধ, নাথ, তপস্বী, সাধু বা যোগীদের উল্লেখ করতে পারে কারণ তারা সকলেই সাধনা করে।[] শ্বেতাশ্বেতর উপনিষদ (১১.১২) সিদ্ধ দেহকে অনুমান করে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Watt 2020
  2. Zimmermann 2003, পৃ. 4।
  3. Baruah 2000, পৃ. 156।

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]