সিদ্ধার্থ আনন্দ | |
---|---|
জন্ম | ৩১ জুলাই ১৯৭৮ |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | |
কর্মজীবন | ২০০৪–বর্তমান |
প্রতিষ্ঠান | মারফ্লিক্স |
দাম্পত্য সঙ্গী | মমতা ভাটিয়া |
সন্তান | রণবীর আনন্দ |
পিতা-মাতা |
|
আত্মীয় |
|
সিদ্ধার্থ আনন্দ (জন্ম ৩১ জুলাই ১৯৭৮) ভারতীয় হিন্দি ভাষার (বলিউড) চলচ্চিত্রের একজন প্রযোজক, লেখক এবং পরিচালক। তিনি অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ব্যাং ব্যাং! (২০১৪), ওয়ার (২০১৯) এবং পাঠান (২০২৩) পরিচালনার জন্য সর্বাধিক পরিচিত।
অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ছাড়াও, তিনি হাম তুম (২০০৪), সালাম নমস্তে (২০০৫), বাচনা এ হাসিনো (২০০৮) এবং অঞ্জনা আঞ্জানি (২০১০) নামে কয়েকটি রোমান্টিক কমেডি চলচ্চিত্র পরিচালনা ও চিত্রনাট্য করেছেন।
যে চলচ্চিত্রগুলি এখনও মুক্তি পায়নি তা নির্দেশ করে |
বছর | নাম | পরিচালক | চিত্রনাট্য | গল্প | প্রযোজক | সহকারী পরিচালক | মন্তব্য |
---|---|---|---|---|---|---|---|
২০০১ | কুছ খাট্টি কুছ মেথি | ||||||
২০০৪ | হাম তুম | ||||||
২০০৫ | সালাম নমস্তে | ক্যামিও - ট্যাক্সি ড্রাইভার | |||||
২০০৭ | তা রা রম পুম | ||||||
২০০৮ | বাচনা এ হাসিনো | ||||||
২০১০ | অঞ্জনা অঞ্জনী[১] | ||||||
২০১৪ | ব্যাং ব্যাং! | ||||||
২০১৯ | ওয়ার[২][৩] | মনোনীত— শ্রেষ্ঠ পরিচালকের জন্য ফিল্মফেয়ার পুরস্কার | |||||
২০২৩ | পাঠান[৪] | পোস্ট প্রোডাকশন | |||||
২০২৪ | ফাইটার[৫] | প্রি প্রোডাকশন |
সহকারী পরিচালক হিসেবে
বছর | শিরোনাম | লেখক | প্রযোজক | মন্তব্য |
---|---|---|---|---|
২০২০ | ফ্লেশ | গল্প | হ্যাঁ | ৮ পর্ব |