সিনথিয়া আরিভো | |
---|---|
Cynthia Erivo | |
জন্ম | ৮ জানুয়ারি ১৯৮৭ |
মাতৃশিক্ষায়তন | রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্ট |
পেশা | অভিনেত্রী, গায়িকা, গীতিকার |
কর্মজীবন | ২০১১–বর্তমান |
সঙ্গীত কর্মজীবন | |
ধরন | |
বাদ্যযন্ত্র | কণ্ঠ |
সিনথিয়া ওনিয়েডিনমানাসু চিনাসাওকুউ আরিভো (ইংরেজি: Cynthia Onyedinmanasu Chinasaokwu Erivo, /əˈriːvoʊ/;[৩] জন্ম ৮ জানুয়ারি ১৯৮৭) হলেন একজন ব্রিটিশ অভিনেত্রী, গায়িকা ও গীতিকার। তিনি ব্রডওয়ে মঞ্চের দ্য কালার পার্পল মঞ্চনাটকের পুনরুজ্জীবিতকরণে সেলি চরিত্রে তার কাজের জন্য সর্বাধিক পরিচিত। এই কাজের জন্য তিনি ২০১৬ সালে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে টনি পুরস্কার, ও ড্রামা ডেস্ক পুরস্কার অর্জন করেন, এবং এই নাটকের বাকি কলাকুশলীদের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ সঙ্গীতধর্মী মঞ্চনাটক অ্যালবাম বিভাগে গ্র্যামি পুরস্কার ও দিবাকালীন অনুষ্ঠানে সেরা সঙ্গীতধর্মী পরিবেশনা বিভাগে ডেটাইম এমি পুরস্কার অর্জন করেন।
আরিভো ২০১৮ সালে উইডোজ ও ব্যাড টাইমস অ্যাট দ্য এল রয়্যাল দিয়ে চলচ্চিত্রে কাজ শুরু করেন। ২০১৯ সালে তিনি দাসপ্রথা বিলোপ আন্দোলনকারী হ্যারিয়েট টাবম্যানের জীবনীনির্ভর হ্যারিয়েট চলচ্চিত্রে অভিনয় করে নাট্যধর্মী চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ২০২০ সালে আরিভো এইচবিওর অপরাধমূলক নাট্যধর্মী মিনি ধারাবাহিক দি আউটসাইডার-এ অভিনয় করেন।
সিনথিয়া আরিভো ১৯৮৭ সালের ৮ই জানুয়ারি দক্ষিণ লন্ডনের স্টকওয়েলে নাইজেরীয় পিতামাতার ঘরে জন্মগ্রহণ করেন।[৪] তার মাতা একজন সেবিকা।[৫] আরিভো লা রেট্রায়েট রোমান ক্যাথলিক গার্লস স্কুলে পড়াশোনা করেন। তিনি ইস্ট লন্ডন বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত মনোবিজ্ঞান বিভাগে ভর্তি হন; এই অধ্যয়নের এক বছরের মাথায় তিনি রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্টে আবেদন করেন,[৬] এবং সেখানে অভিনয়ের প্রশিক্ষণ লাভের সুযোগ পান।[৭]
আরিভো ২০১৯ সালে দাসপ্রথা বিলোপ আন্দোলনকারী হ্যারিয়েট টাবম্যানের জীবনীনির্ভর হ্যারিয়েট চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেন।[৮][৯] এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি নাট্যধর্মী চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে,[১০] এবং এই চলচ্চিত্রে "স্ট্যান্ড আপ" গান সহ-রচনা ও এতে কণ্ঠ দেওয়ার জন্য শ্রেষ্ঠ মৌলিক গান বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[১১] এছাড়া তিনি এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে এবং এই চলচ্চিত্রের "স্ট্যান্ড আপ" গানে কণ্ঠ দেওয়ার জন্য শ্রেষ্ঠ মৌলিক গান বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[১২]