সিন্ডি উইলিয়ামস

সিন্ডি উইলিয়ামস
Cindy Williams
লাভের্ন অ্যান্ড শার্লি-এ উইলিয়ামস
জন্ম
সিনথিয়া জেন উইলিয়ামস

(1947-08-22) ২২ আগস্ট ১৯৪৭ (বয়স ৭৭)
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৭০–বর্তমান
দাম্পত্য সঙ্গীবিল হাডসন
(বি. ১৯৮২; বিচ্ছেদ. ২০০০)
সন্তান

সিনথিয়া জেন উইলিয়ামস (ইংরেজি: Cynthia Jane Williams; জন্ম: ২২ আগস্ট ১৯৪৭) হলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি টেলিভিশন সিটকম লাভের্ন অ্যান্ড শার্লি (১৯৭৬-১৯৮২)-এ অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত।[] তিনি আমেরিকান গ্রাফিটি (১৯৭৩) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী বিভাগে বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

উইলিয়ামস ১৯৪৭ সালের ২২শে আগস্ট ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন। তার মাতা ফ্রাসেস্কা এবং পিতা বিচার্ড উইলিয়ামস। তার যখন ১ বছর বয়স, তখন তারা সপরিবারে টেক্সাসের ডালাসে চলে যান এবং যখন ১০ বছর বয়স তখন ক্যালিফোর্নিয়ার সান ফার্নান্দো ভ্যালিতে ফিরে আসেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

কলেজে পড়াশোনা শেষ করার পর তিনি কয়েকটি জাতীয় বিজ্ঞাপনচিত্রে কাজের মধ্য দিয়ে তার পেশাদার কর্মজীবন শুরু করেন, তন্মধ্যে উল্লেখযোগ্য হল ফস্টার গ্র্যান্ট রোদ চশমা এবং টিডব্লিউএ। তার শুরুর দিকের টেলিভিশন নাটকসমূহ হল রুম টু টুয়েন্টি টু, ন্যানি অ্যান্ড দ্য প্রফেসর, এবং লাভ, আমেরিকান স্টাইল

দি অ্যাক্টরস স্টুডিও ওয়েস্টে তার অভিনয় দক্ষতা ঝালাই করার পর তিনি কয়েকটি চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেন,[][] তন্মধ্যে রয়েছে জর্জ কিউকারের ট্রাভেলস উইথ মাই আন্ট (১৯৭২), জর্জ লুকাসের আমেরিকান গ্রাফিটি (১৯৭৩) চলচ্চিত্রে রন হাওয়ার্ডের চরিত্রের প্রেমিকা, এবং ফ্রান্সিস ফোর্ড কোপলার দ্য কনভারসেশন (১৯৭৪)। আমেরিকান গ্রাফিটি ছবিতে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী বিভাগে বাফটা পুরস্কারে মনোনীত হন।[] তিনি লুকাসের পরবর্তী কাজ স্টার ওয়ার্স-এর জন্য অডিশন দেন, কিন্তু প্রিন্সেস লেইয়া চরিত্রের জন্য তার স্থলে ক্যারি ফিশার নির্বাচিত হয়েছিলেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Cindy Williams on Laverne & Shirley | The Backlot Podcast | NYFA"নিউ ইয়র্ক ফিল্ম একাডেমি (ইংরেজি ভাষায়)। ২৯ মে ২০১৮। ১৪ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৮ 
  2. "CINDY WILLIAMS"Archive of American Television। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৮ 
  3. "The Cindy Williams Picture Pages"। সুপিরিয়র পিক্স। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. গারফিল্ড, ডেভিড (১৯৮০)। "Appendix: Life Members of The Actors Studio as of January 1980"। A Player's Place: The Story of The Actors Studio। নিউ ইয়র্ক: ম্যাকমিলান পাবলিশং কোং ইনকর্পোরেটেড। পৃষ্ঠা 278আইএসবিএন 0-02-542650-8 
  5. "BAFTA Awards"বাফটা (ইংরেজি ভাষায়)। ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৮ 
  6. মুর, ফ্র্যাজিয়ার (১০ সেপ্টেম্বর ২০০৪)। "George Lucas and the Trials and Tribulations of a Trilogy: 'Empire of Dreams'"দ্য বিভার কাউন্টি টাইমস। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৮ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]