সিন্ধু বিভাগ | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
ব্রিটিশ ভারতের বিভাগ | |||||||||
১৮৪৩–১৯৩৬ | |||||||||
পতাকা | |||||||||
![]() ১৯০৯ মানচিত্র উত্তর বোম্বে প্রেসিডেন্সী এবং সিন্ধু | |||||||||
ইতিহাস | |||||||||
• মিয়ানির যুদ্ধ এবং হায়দ্রাবাদের যুদ্ধ স্থানীয় শাসকদের পরাজয় | ১৮৪৩ | ||||||||
১৯৩৬ | |||||||||
|
সিন্ধু বিভাগ হল সিন্ধুতে অবস্থিত ব্রিটিশ রাজ্যের একটি প্রশাসনিক বিভাগ।
প্রথম অ্যাংলো-আফগান যুদ্ধের পর ব্রিটিশ সাম্রাজ্যের প্রতি বিদ্বেষী সিন্ধু শাসকদের বিদ্রোহ দমন করার জন্য তৎকালীন মেজর-জেনারেল চার্লস নেপিয়ার এর নেতৃত্বে ব্রিটিশ ভারতীয় বিজয়ের পর ১৮৪৩ সালে ব্রিটিশ ভারতের বোম্বে প্রেসিডেন্সী এই অঞ্চলটি সংযুক্ত করে। এই প্রধানদের বিরুদ্ধে নেপিয়ার অভিযানের ফলে মিয়ানির যুদ্ধ এবং হায়দ্রাবাদের যুদ্ধের জয় লাভ হয়। [১]
১৯৩৬ সালের ১লা এপ্রিল বোম্বে প্রেসিডেন্সি থেকে সিন্ধু বিভাগ আলাদা করা হয়।[২]
![]() |
সিন্ধু অঞ্চল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |