সিম রিপ আন্তর্জাতিক বিমানবন্দর Aéroport international de Siem Reap | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |||||||||||
বিমানবন্দরের ধরন | গনপরিবহন | ||||||||||
পরিচালক | কম্বোডিয়া এয়ারেপোর্ট ম্যানেজমেন্ট সার্ভিস | ||||||||||
পরিষেবাপ্রাপ্ত এলাকা | সিম রিপ, কম্বোডিয়া | ||||||||||
যে হাবের জন্য | |||||||||||
এএমএসএল উচ্চতা | ৬০ ফুট / ১৮ মিটার | ||||||||||
স্থানাঙ্ক | ১৩°২৪′৩৮″ উত্তর ১০৩°৪৮′৪৬″ পূর্ব / ১৩.৪১০৫৬° উত্তর ১০৩.৮১২৭৮° পূর্ব | ||||||||||
ওয়েবসাইট | rep | ||||||||||
মানচিত্র | |||||||||||
রানওয়ে | |||||||||||
| |||||||||||
পরিসংখ্যান (২০১৮) | |||||||||||
|
সিম রিপ আন্তর্জাতিক বিমান বন্দর (খ্মের: អាកាសយានដ្ឋានអន្តរជាតិសៀមរាបអង្គរ ফরাসি: Aéroport International de Siem Reap) কম্বোডিয়ার একটি বিমান চলাচল বন্দর যা আংকর বিমান বন্দর নামেও পরিচিত। সিম রিপ প্রদেশের জনপ্রিয় পযর্টন কেন্দ্র আংকর ওয়াতে যাতায়াতের জন্য এ আন্তর্জাতিক বিমানবন্দরটি ব্যবহার করা হয়। নমপেন আন্তর্জাতিক বিমান বন্দরের পরে এটিই কম্বোডিয়ার জনবহুল বিমান বন্দর।[১]
সিম রিপ আন্তর্জাতিক বিমানবন্দর সিম রিপ শহর থেকে মাত্র ৬ কিমি দুরে সমুদ্র পৃষ্ঠ থেকে ৬০ ফুট (১৮ মি) উচ্চতার সমতুল ভূমিতে অবস্থিত। ০৫/২৩ হিসেবে চিহ্নিত একটি রানওয়ে আছে যা ২,৫৫০ বাই ৪৫ মিটার (৮,৩৬৬ ফু × ১৪৮ ফু). লম্বা এবং কনক্রিট নির্মিত[২][৩]
সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২০০৬ সালের ২ আগস্ট যখন এর নতুন টার্মিনাল চালু হয় তখন বন্দরের আয়তন দাড়ায় ২৬০০০ বর্গমিটারে।[৪] তবে ২০১৬ সালে কম্বোডিয়া সরকার এই বিমানবন্দরকে আরো বিশাল আকারে চালুর পরিকল্পনা করেছে যাতে ইউরোপ এবং আমেরিকার বড় বড় শহরের সাথে সরাসরি ফ্লাইট চালু করা যায়।[৫] বিমান বন্দরের শব্দ দূষনে কম্বোডিয়ার বিখ্যাত পর্যটন স্থাপনা আংকর ওয়াত যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে বিবেচনা করে নতুন বন্দরের অবস্থান নির্ধারন করা হয়েছে সিম রিপ শহর থেকে ৬০ কিমি দুরে।[৫] ২০০৮ সালে এয়ারেপোর্টের এপ্রোন সম্প্রসারণ এবং পার্কিং পরিসর চালু হয়। কম্বোডিয়া এয়ার ট্যাফিক সার্ভিসের তত্বাবধানে ট্যাফিক কন্ট্রোল পরিচালিত হয়। অগ্নি নিরাপত্তা কেন্দ্র এবং আভ্যন্তরীন টার্মিনালের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত কন্ট্রোল টাওয়ারে এরোড্রাম সহ সম্পূর্ণ ভিএইচএফ ব্যবস্থা বসানো হয়।[৬] সিম রিপ বিমান বন্দরের ভিএইচএফ ফিকোয়েন্সি হচে:
আংকর ওয়াতের কাছাকাছি বিগ ব্যালন থেকে পর্যটকদের ব্যক্তিগত হেলিকপ্টারের উড্ডয়ন এবং অবতরন নির্দেশও কম্বোডিয়া এয়ার ট্যাফিক সার্ভিসের পক্ষ থেকে আসে।হেলিকপ্টার কম্বোডিয়া এবং সখা হেলিকপ্টার উভয়েই এই বন্দর থেকে উড্ডয়ন কার্ক্রম পরিচালনা করে। বিমান বন্দরের অবস্থান হচ্ছে সিম রিপ শহরের বাইরে প্রায় ৬ কিলোমিটার (6 km) দূরে, জাতীয় রুট-৬ এর উত্তরে। রানওয়ের এলাইনমেন্ট হচ্ছে ২৩ এবং ০৫। আংকর ওয়াত মন্দিরের উপর দিয়ে বিমান চলাচল নিষেধ থাকার কারণে এলাইমেন্ট ২৩ শুধুমাত্র উড্ডয়নে ব্যবহৃত হয়।
সন | যাত্রী | ফ্লাইট সংখ্যা |
---|---|---|
২০০১ | ৪৪৯,৭০০ | ১২,৪০০ |
২০০২ | ৫৭২,৭০০ | ১৩,৬০০ |
২০০৩ | ৫৫১,৩০০ | ১২,০০০ |
২০০৪ | ৭৯৯,৭০০ | ১৫,৫০০ |
২০০৫ | ১,০৩৮,১০০ | ১৬,৯০০ |
২০০৬ | ১,৩৬০,৪০০ | ১৮,৯০০ |
২০০৭ | ১,৭৩২,৪০০ | ২২,০০০ |
২০০৮ | ১,৫৩১,৮০০ | ২০,০০০ |
২০০৯ | ১,২৫৫,২০০ | ১৮,২০০ |
২০১০ | ১,৫৮১,৩০৯ | ২০,৪৪৭ |
২০১১ | ১,৮২৬,১১৮ | ২৩,৪১৫ |
২০১২ | ২,২২৩,০২৯ | ২৬,২৪৮ |
২০১৩ | ২,৬৬৩,৩৩৭ | ৩১,৫৯০ |
২০১৪ | ৩,০১৮,৬৬৯ | ৩৫,৬৯৬ |
২০১৫ | ৩,২৯৬,৫১৩ | ৩৭,২৯৬ |
২০১৬ | ৩,৪৭৮,৩০০ | ৩৭,৬৯৮ |
২০১৮ | ৪,২০৯,০০০ | ৪৩,৫৬৮ |
২০১৮ | ৪,৪৮০,০০০ | ৪৪,৩১৪ |
সিম রিপ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শহরে আসা যাওয়া করতে কয়েকটি বিকল্প রয়েছে। আগমনী হলের বাইরে যাত্রীরা এয়ারপোর্ট ট্যাক্সি অ্যাসোসিয়েশন কর্তৃক প্রদত্ত ট্যাক্সি নিতে পারবেন, যার মূল্য সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত ১০ মার্কিন ডলার (স্থির হার) হবে।[১৩] একটি সস্তা বিকল্প হল বিমানবন্দরের ফ্রি ওয়াইফাইয়ের সাথে সংযোগ স্থাপন করে বা ডেটা সহ একটি স্থানীয় সিম কার্ড কিনে জনপ্রিয় রাইড-শেয়ারিং অ্যাপ গ্র্যাব থেকে একটি গাড়ি বা টুকটুক ভাড়িা নেওয়া। ডাউনটাউনে ভ্রমণের জন্য অ্যাপটিতে গড়ে ৬ ডলার খরচ হয়। এছাড়া যাত্রীরা চাইলে শহর থেকে আংকর ওয়ত ভ্রমণ করার জন্য অ্যাপ থেকে ২৫ ডলার দিয়ে সারা দিনের জন্য গাড়ি বা টুকটুকি বুকিং নিতে পারেন।