ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | মেজো সিমন লোতি ওমোসোলা | ||
জন্ম | ৫ মে ১৯৯৮ | ||
জন্ম স্থান | ইয়াউন্দে, ক্যামেরুন | ||
উচ্চতা | ১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ভিতা | ||
জার্সি নম্বর | ৩০ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৫–২০২০ | কোতোঁ | ||
২০২০– | ভিতা | ||
জাতীয় দল‡ | |||
২০১৭ | ক্যামেরুন অনূর্ধ্ব-২০ | ২ | (০) |
২০১৯ | ক্যামেরুন অনূর্ধ্ব-২৩ | ৩ | (০) |
২০১৯– | ক্যামেরুন | ৩ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৯:৪০, ৩১ জানুয়ারি ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৯:৪০, ৩১ জানুয়ারি ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
মেজো সিমন লোতি ওমোসোলা (ফরাসি: Simon Omossola; জন্ম: ৫ মে ১৯৯৮; সিমন ওমোসোলা নামে সুপরিচিত) হলেন একজন ক্যামেরুনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে কঙ্গোলীয় ক্লাব ভিতা এবং ক্যামেরুন জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।
২০১৫–১৬ মৌসুমে, ক্যামেরুনীয় ক্লাব কোতোঁর হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; কোতোঁর হয়ে ৫ মৌসুমে অতিবাহিত করার পর ২০২০–২১ মৌসুমে তিনি কঙ্গোলীয় ক্লাব ভিতায় যোগদান করেছেন।
২০১৭ সালে, ওমোসোলা ক্যামেরুন অনূর্ধ্ব-২০ দলের হয়ে ক্যামেরুনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ২ বছর যাবত ক্যামেরুনের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৯ সালে ক্যামেরুনের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ক্যামেরুনের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
মেজো সিমন লোতি ওমোসোলা ১৯৯৮ সালের ৫ই মে তারিখে ক্যামেরুনের ইয়াউন্দেতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
ওমোসোলা ক্যামেরুন অনূর্ধ্ব-২০ এবং ক্যামেরুন অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে ক্যামেরুনের প্রতিনিধিত্ব করেছেন।
২০১৯ সালের ৯ই জুন তারিখে, ২১ বছর, ১ মাস ও ৪ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী ওমোসোলা জাম্বিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ক্যামেরুনের হয়ে অভিষেক করেছেন। উক্ত ম্যাচের ৮২তম মিনিটে গোলরক্ষক কার্লোস কামেনির বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন; ম্যাচটি ক্যামেরুন ২–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[১] ক্যামেরুনের হয়ে অভিষেকের বছরে ওমোসোলা সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
ওমোসোলা ক্যামেরুনে অনুষ্ঠিত ২০২১ আফ্রিকা কাপ অব নেশন্সের জন্য ২০২১ সালের ২৪শে ডিসেম্বর তারিখে ঘোষিত ক্যামেরুন দলে স্থান পেয়েছেন।[২][৩][৪][৫]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
ক্যামেরুন | ২০১৯ | ১ | ০ |
২০২১ | ২ | ০ | |
সর্বমোট | ৩ | ০ |