![]() ২০১৮ সালে বেলজিয়ামের হয়ে মিনিয়োলে | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | সিমোন লুক হিল্ডেবার্ট মিনিয়োলে[১] | ||
জন্ম | [২] | ৬ মার্চ ১৯৮৮||
জন্ম স্থান | সিন্ট-ট্রইডেন, বেলজিয়াম | ||
উচ্চতা | ১.৯৩ মিটার (৬ ফুট ৪ ইঞ্চি)[৩] | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ব্রুজ | ||
জার্সি নম্বর | ২২ | ||
যুব পর্যায় | |||
২০০৪–২০০৬ | সিন্ট-ট্রইডেন্সে | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৬–২০১০ | সিন্ট-ট্রইডেন্সে | ১০০ | (১) |
২০১০–২০১৩ | সান্ডারল্যান্ড | ৯০ | (০) |
২০১৩–২০১৯ | লিভারপুল | ১৫৫ | (০) |
২০১৯– | ব্রুজ | ১০৪ | (০) |
জাতীয় দল‡ | |||
২০০৩ | বেলজিয়াম অনূর্ধ্ব-১৬ | ১ | (০) |
২০০৪ | বেলজিয়াম অনূর্ধ্ব-১৭ | ২ | (০) |
২০০৫–২০০৬ | বেলজিয়াম অনূর্ধ্ব-১৮ | ১১ | (০) |
২০০৬–২০০৭ | বেলজিয়াম অনূর্ধ্ব-১৯ | ৩ | (০) |
২০০৯ | বেলজিয়াম অনূর্ধ্ব-২০ | ১ | (০) |
২০০৮–২০১০ | বেলজিয়াম অনূর্ধ্ব-২১ | ১০ | (০) |
২০১১– | বেলজিয়াম | ৩৫ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১:২০, ২৯ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:২০, ২৯ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
সিমোন লুক হিল্ডেবার্ট মিনিয়োলে (ওলন্দাজ: Simon Mignolet, ওলন্দাজ উচ্চারণ: [ˈsimɔn ˈmiɲɔlɛː], ফরাসি : [simɔ̃ miɲɔlɛ]; জন্ম: ৬ মার্চ ১৯৮৮; সিমোন মিনিয়োলে নামে সুপরিচিত) হলেন একজন বেলজীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে বেলজীয় ক্লাব ব্রুজ এবং বেলজিয়াম জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।
২০০৪–০৫ মৌসুমে, বেলজীয় ফুটবল ক্লাব সিন্ট-ট্রইডেন্সের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে মিনিয়োলে ফুটবল জগতে প্রবেশ করেন এবং এই দলের হয়ে খেলার মাধ্যমেই ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০০৬–০৭ মৌসুমে, সিন্ট-ট্রইডেন্সের মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন শুরু করেন। সিন্ট-ট্রইডেন্সে-এ তিনি ৪ মৌসুম অতিবাহিত করেছেন; যেখানে তিনি ১০০ ম্যাচে ১টি গোল করেছেন। পরবর্তীতে তিনি সান্ডারল্যান্ড এবং লিভারপুলের হয়ে খেলেছেন। ২০১৯–২০ মৌসুমে, তিনি ৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে লিভারপুল হতে বেলজীয় ফুটবল ক্লাব ক্লাব ব্রুজে যোগদান করেছেন।[৪][৫][৬]
২০০৩ সালে, মিনিয়োলে বেলজিয়াম অনূর্ধ্ব-১৬ দলের হয়ে বেলজিয়ামের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৮ বছর যাবত বেলজিয়ামের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১১ সালে বেলজিয়ামের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; বেলজিয়ামের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৩৫ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
সিমোন লুক হিল্ডেবার্ট মিনিয়োলে ১৯৮৮ সালের ৬ই মার্চ তারিখে বেলজিয়ামের সিন্ট-ট্রইডেনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
মিনিয়োলে বেলজিয়াম অনূর্ধ্ব-১৬, বেলজিয়াম অনূর্ধ্ব-১৭, বেলজিয়াম অনূর্ধ্ব-১৮, বেলজিয়াম অনূর্ধ্ব-১৯, বেলজিয়াম অনূর্ধ্ব-২০ এবং বেলজিয়াম অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে বেলজিয়ামের প্রতিনিধিত্ব করেছেন। ২০০৩ সালে বেলজিয়াম অনূর্ধ্ব-১৬ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। বেলজিয়ামের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৮ বছরে ২৮ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
২০১১ সালের ২৫শে মার্চ তারিখে, ২৩ বছর ও ১৯ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী মিনিয়োলে অস্ট্রিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত উয়েফা ইউরো ২০১২ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বেলজিয়ামের হয়ে অভিষেক করেছেন।[৭] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[৮] ম্যাচে তিনি ১ নম্বর জার্সি পরিধান করে খেলেছিলেন।[৯] ম্যাচটি বেলজিয়াম ২–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[১০] বেলজিয়ামের হয়ে অভিষেকের বছরে মিনিয়োলে সর্বমোট ৮ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
বেলজিয়াম | ২০১১ | ৮ | ০ |
২০১২ | ৩ | ০ | |
২০১৩ | ৩ | ০ | |
২০১৫ | ৩ | ০ | |
২০১৬ | ১ | ০ | |
২০১৭ | ২ | ০ | |
২০১৮ | ২ | ০ | |
২০১৯ | ১ | ০ | |
২০২০ | ৬ | ০ | |
২০২১ | ২ | ০ | |
২০২২ | ৪ | ০ | |
সর্বমোট | ৩৫ | ০ |