বর্তমানে ব্যবহৃত ছড়ার লাইনগুলো ১৭৬৪ সালে প্রথম প্রকাশিত একটি দীর্ঘ চ্যাপবুকে পাওয়া যায়।[১] সিম্পল সাইমন নামের চরিত্রটি এর আরও আগে থেকে প্রচলিত ছিল। সম্ভবত ১৬৮৫ সালে এলিজাবেথ যুগের চ্যাপবুক বা “সিম্পল সাইমন’স মিসফর্চুনস অ্যান্ড হিজ ওয়াইফ মার্গারি’স ক্রুয়েল্টি” নামের লোকগীতি থেকে চরিত্রটি জনপ্রিয়তা লাভ করে থাকতে পারে।[১] এছাড়াও ১৮শ শতাব্দীতে সেন্ট গাইলস এলাকায় সাইমন এডি নামের এক ভিক্ষুক ছিল। তার নাম থেকেও সাইমন চরিত্রের উদ্ভব হয়ে থাকতে পারে।[৩]
↑Walter Thornbury, Edward Walford (১৮৮০), Old and New London: Westminster and the western suburbs Volume 3 of Old and New London: A Narrative of Its History, Its People, and Its Places, Old and New London, Cassell, Petter, & Galpin, পৃষ্ঠা 207উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link)