সিয়াং জেলা | |
---|---|
অরুণাচল প্রদেশের জেলা | |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | অরুণাচল প্রদেশ |
জেলাসদর | বোলেং |
আয়তন | |
• মোট | ২,৯১৯ বর্গকিমি (১,১২৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩১,৯২০ |
• জনঘনত্ব | ১১/বর্গকিমি (২৮/বর্গমাইল) |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+০৫:৩০) |
সিয়াং জেলা উত্তর পূর্ব ভারতের চীন সীমান্তে অবস্থিত অরুণাচল প্রদেশ রাজ্যের ২৫ টি জেলার (২০২০ খ্রিস্টাব্দ অবধি) মধ্যে একটি (২১তম) জেলা৷ জেলাটির জেলাসদর বোলেং শহরে অবস্থিত৷ [১] পশ্চিম সিয়াং ও পূর্ব সিয়াং জেলা থেকে কিছু কিছু তহশিল নিয়ে সিয়াং জেলা গঠন করা হয়৷ বর্তমানে এই জেলাতে রয়েছে ৩২ নং রামগং কায়িং ও ৩৫ নং বোলেং পাঙ্গিন নির্বাচন কেন্দ্র দুটি৷ ২০১৫ খ্রিস্টাব্দে ২৭শে নভেম্বর তৎকালীন মুখ্যমন্ত্রী নাবাম তুকি এই জেলাটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃৃতি দান করেন৷ [২]
জেলাটির নাম এসেছে ঐ জেলার মধ্য দিয়ে প্রবাহাত ঐতিহ্যবাহী সিয়াং নদীর নাম থেকে৷ মনে করা হয় সিয়াং শব্দটি আংসি হিমবাহের নামের অপভ্রংশ ও পুনর্বিন্যাসের ফল৷ স্থানীয় আদি ভাষায় 'আসি' শব্দের অর্থ 'জল' এবং 'সি' শব্দের অর্থ 'এই', এখানে 'এই' বলতে আংসি হিমবাহের কথা উল্লেখ করা হচ্ছে৷ উত্তরে হিমালয়ের দিকে তিব্বতের বুরাং প্রদেশে রয়েছে এই হিমবাহটি৷ সাংপো নদীর উৎপত্তিস্থল এই আংসি হিমবাহ অঞ্চেল পাদদেশে সংখ্যাগরিষ্ঠভাবে আদি জনগোষ্ঠীরই বসবাস৷ [৩]
ভৌগোলিকভাবে, অরুণাচল প্রদেশের সিয়াং নদীকেন্দ্রিক সিয়াং বলয়ের জেলাগুলির মধ্যস্থলে রয়েছে এই সিয়াং জেলা৷ জেলাসদর বোলেং পাসিঘাট থেকে ১০০ কিলোমিটার উত্তর পশ্চিমে, আলং থেকে ৪৫ কিলোমিটার উত্তরপূর্বে এবং পাঙ্গিন থেকে ২২ কিলোমিটার উত্তরে অবস্থিত৷
২০১৩ খ্রিস্টাব্দের ২১শে মার্চ তৎকালীন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী নতুন সিয়াং জেলার প্রস্তাব বিবেচনা করার কথা প্রস্তাবিত করেন৷[৪] প্রায় আঠেরো মাস পরে পাঙ্গিন শহরকে নতুন জেলার অস্থায়ী জেলাসদর বলে ঘোষণা করা হয় কিন্তু স্থানীয়দের আলোচনার ভিত্তিতে পরবর্তীকালে বোলেং শহরকে জেলাসদরের মর্যাদা দেওয়া হয়৷ [৫]
২০১৫ খ্রিস্টাব্দের ২৭ নভেম্বর নাবাম তুকি পাঙ্গিনে দাঁড়িয়ে অরুণাচল প্রদেশের ২১তম জেলা হিসাবে সিয়াঙের নাম ঘোষণা করেন৷ নতুন জেলা গঠনের ফলে জনসাধারণের প্রশাসনিক সুবিধা ও সহযোগিতা প্রাপ্তি সহজতর হয়ে ওঠে৷ পাঙ্গিনের পেরামে জেলাশাসকের আবাসস্থল, ছোটো স্টেডিয়াম, বিদ্যালয়, চিকিৎসালয়, থাকার ঘর, সেতু এবং পাকা রাস্তা তৈরীর জন্য ও অন্যান্য ক্ষেত্রে উন্নয়মূলক কাজের একাধিক ঘোষণা ও বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়৷ [২]
জেলাটিতে ৪ টি মহকুমা ও মোট নয়টি জেলা পরিষদ রয়েছে৷
সিয়াং জেলাতে দুটি বিধানসভা কেন্দ্র রয়েছে: