সিরাজগঞ্জ-৪

সিরাজগঞ্জ-৪
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাসিরাজগঞ্জ জেলা
বিভাগরাজশাহী বিভাগ
মোট ভোটার
  • ৪,৪৩,৪৪১ (ডিসেম্বর ২০২৩)[]
  • পুরুষ ভোটার: ২,২৭,১৪৮
  • নারী ভোটার: ২,১৬,২৮৫
  • হিজড়া ভোটার: ৮
বর্তমান নির্বাচনী এলাকা
বর্তমান সাংসদশূন্য

সিরাজগঞ্জ-৪ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি সিরাজগঞ্জ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৬৫নং আসন।

সীমানা

[সম্পাদনা]

সিরাজগঞ্জ-৪ আসনটি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা নিয়ে গঠিত।[]

নির্বাচিত সাংসদ

[সম্পাদনা]
নির্বাচন সদস্য দল
১৯৮৬ আবদুল লতিফ মির্জা বাংলাদেশ আওয়ামী লীগ
১৯৮৮ আবদুল হামিদ তালুকদার জাতীয় পার্টি
১৯৯১ এম আকবর আলী বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ফেব্রুয়ারি ১৯৯৬ শামছুল আলম স্বতন্ত্র
জুন ১৯৯৬ আবদুল লতিফ মির্জা বাংলাদেশ আওয়ামী লীগ
২০০১ এম আকবর আলী বাংলাদেশ জাতীয়তাবাদী দল[]
২০০৮ শফিকুল ইসলাম (শফিক) বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ তানভীর ইমাম বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ তানভীর ইমাম বাংলাদেশ আওয়ামী লীগ
২০২৪ শফিকুল ইসলাম শফিক বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচনী ফলাফল

[সম্পাদনা]
সাধারণ নির্বাচন, ২০১৪: সিরাজগঞ্জ-৪
দল প্রার্থী ভোট %
আওয়ামী লীগ তানভির ইমাম
সর্বমোট ভোট ' ১০০.০
ভোটার উপস্থিতি %

জুন ১৯৯৬

[সম্পাদনা]
  1. "সিরাজগঞ্জ-৪ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ

[সম্পাদনা]