সিরিন বিনতে শামউন | |
---|---|
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | |
মৃত্যু | |
ধর্ম | ইসলাম |
দাম্পত্য সঙ্গী | হাসান ইবনে থাবিত |
সন্তান | আবদুরহমান ইবনে হাসান |
পিতামাতা |
|
যুগ | প্রাক ইসলামী যুগ |
আত্মীয় | মারিয়া আল-কিবতিয়া (বোন) |
সিরিন বিনতে শামউন প্রথম জীবনে ছিলেন একজন মিসরীয় কিবতি খ্রিস্টান। রাজা মুকাওকিস ৬২৮ খ্রিস্টাব্দে সিরিন বিনতে শামউন এবং তার বোন মারিয়া কিবতিয়াকে নবী মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে উপহার হিসেবে প্রেরণ করেন। তারা দু'জনই তখন ইসলাম গ্রহণ করেন।[১][২] ইসলামের মহাকবি হাসসান বিন সাবিতের সঙ্গে তার বিবাহ হয়। তাদের এক পুত্রের নাম আব্দুর রহমান ইবন হাসসান।[৩]
This biographical article about a person notable in connection with Islam is a stub. You can help Wikipedia by expanding it. |