সিরিয়ার অন্তর্বর্তী সরকার | |
---|---|
الحكومة السورية المؤقتة | |
![]() পতাকা চিত্র:Syrian Interim Government coat of arms.svg প্রতীক | |
এক নজরে | |
প্রতিষ্ঠাকাল | ১৮ মার্চ ২০১৩ |
রাষ্ট্র | সিরিয়ায় সিরিয়ার অন্তর্বর্তী সরকার দ্বারা নিয়ন্ত্রিত এলাকা |
নেতা | আবদুর রহমান মোস্তফা |
নিয়োগকর্তা | সিরিয়ান জোটের প্রেসিডেন্ট |
মূল গঠন | মন্ত্রিসভা |
মন্ত্রণালয় | ৭ |
যার প্রতি দায়বদ্ধ | সিরিয়ান জোট |
সদর দপ্তর | আজাজ, সিরিয়া[১] |
সিরিয়ার অন্তর্বর্তী সরকার (SIG) হল সিরিয়ার একটি বিকল্প সরকার, যেটি সিরিয়ার বিরোধী দল, সিরিয়ার বিপ্লবী এবং বিরোধী বাহিনীর জাতীয় জোটের ছায়াতলে গঠিত। সিরিয়ার অন্তর্বর্তী সরকার কার্যত একটি আধা-রাষ্ট্র যা দেশের কিছু অঞ্চলকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে এবং আসাদ সরকারের সিরিয়ান আরব প্রজাতন্ত্রের মন্ত্রী পরিষদকে অস্বীকার করে সিরিয়ার বিরোধীদের পক্ষে একমাত্র বৈধ সরকার বলে দাবি করে। সিরিয়ায় অন্তর্বর্তী সরকারের সদর দপ্তর আলেপ্পো গভর্নরেটের আজাজ শহরে অবস্থিত। [২][৩]
|শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য)