সিলদাভীয় | |
---|---|
Зйлдав, Zyldav | |
উচ্চারণ | /zɪldav/ |
নির্মাতা | অ্যার্জে |
তারিখ | ১৯৩৯ |
স্থাপন এবং ব্যবহার | দুঃসাহসী টিনটিন |
জাতি | সিলদাভীয় জাতিগোষ্ঠী |
ব্যবহারকারী | ৬,৪২,০০০ (১৯৩৯) (কাল্পনিক)
|
উদ্দেশ্য | |
সিরিলীয় লাতিন | |
উৎস | ওলন্দাজ ভাষা মারোলস |
সরকারি অবস্থা | |
সরকারি ভাষা | সিলদাভিয়া |
নিয়ন্ত্রক সংস্থা | অজ্ঞাত |
ভাষা কোডসমূহ | |
আইএসও ৬৩৯-৩ | নেই |
গ্লোটোলগ | None |
আইইটিএফ | art-x-syldavia |
সিলদাভীয় হলো বিখ্যাত কমিক্স লেখক অ্যার্জে দ্বারা সৃষ্ট একটি কাল্পনিক ভাষা। অ্যার্জের বিখ্যাত বই দুঃসাহসী টিনটিন এ এই ভাষাটিকে সিলদাভিয়া নামক এক কাল্পনিক রাষ্ট্রের ভাষা হিসাবে দেখানো হয়েছে। ভাষাটি ইন্দো-ইয়োরোপীয় শাখার জার্মানীয় ভাষাসমূহর অংশ হলেও এটি বলকান অঞ্চলে প্রচলিত। অ্যার্জে ভাষাটি তৈরির জন্য তাঁর মাতৃভাষা ওলন্দাজ ভাষার মারোলস নামক এক উপভাষাকে ব্যবহার করেছেন। সার্বীয় ভাষার মতো এই ভাষাটিও সিরিলীয় লিপি ও লাতিন লিপি উভয় লিপিতেই লেখা হয়।
সার্বীয় ভাষার মতো সিলদাভীয় ভাষাও লাতিন ও সিরিলীয় উভয় লিপি ব্যবহার করে। তবে রাজদরবারে লাতিন লিপিকে অধিক প্রধান্য দেওয়া হয়। সিলদাভীয় ভাষার লিখন ব্যবস্থার সঙ্গে পোলিশ ভাষা ও হাঙ্গেরীয় ভাষার লিখন ব্যবস্থার সাদৃশ্য বিদ্যমান। অপরদিকে সিলদাভীয় ভাষার ব্যাকরণের সঙ্গে জার্মান ভাষা ও ওলন্দাজ ভাষার ব্যাকরণের মিল রয়েছে।
অ্যার্জে সিলদাভীয় ভাষার জন্য একটি সমৃদ্ধ ধ্বনিতত্ত্ব দিয়েছেন।
নিম্নের সারণীতে সিলদাভীয় স্বরধ্বনি এবং এদের সিরিলীয় (ডান) ও লাতিন (বাম) বর্ণ দেখানো হলো।
Front | Back | ||
---|---|---|---|
unrounded | rounded | ||
Close | i ⟨i,и⟩ | y ⟨ü,ы⟩ | u ⟨u,у⟩ |
Near-close | ɪ ⟨y,й⟩ | ʊ ⟨û,ў⟩ | |
Close-mid | e ⟨e,е⟩ | ø ⟨ö,ё⟩ | o ⟨o,о⟩ |
Open-mid | æ~ɛ ⟨ä,я⟩ | ɔ ⟨ô,о⟩ | |
Near-open | |||
Open | a ⟨a,а⟩ |
এগুলো ছাড়াও অ্যার্জে আরো কিছু স্বরবর্ণ যোগ করেছিলেন যেগুলোর উচ্চারণ প্রকৃতি স্পষ্ট নয়।
নিম্নের সারণীতে সিলদাভীয় ব্যঞ্জনধ্বনি এবং এদের সিরিলীয় (ডান) ও লাতিন (বাম) বর্ণ দেখানো হলো।
Bilabial | Labiodental | Alveolar | Postalveolar | Palatal | Velar | Glottal | |
---|---|---|---|---|---|---|---|
Nasal | m ⟨m,м⟩ | n ⟨n,н⟩ | |||||
Plosive | p ⟨p,п⟩ b ⟨b,б⟩ |
t ⟨t,т⟩ d ⟨d,д⟩ |
k ⟨k,к⟩ ɡ ⟨g,г⟩ |
||||
Fricative | β ⟨v,ю⟩ |
f ⟨f,ф⟩ v ⟨w,в⟩ |
s ⟨s,с⟩ z ⟨z,з⟩ |
ʃ ⟨sz,сз⟩ ʒ ⟨zs,зс⟩ |
x ⟨kh,х⟩ ɣ ⟨gh,гз⟩ |
h ⟨h,щ⟩ | |
Affricate | t͡s ⟨tz,тз⟩ d͡z ⟨dz,дз⟩ |
t͡ʃ ⟨cz,ч⟩ d͡ʒ ⟨dj,дч⟩ |
|||||
Trill | r ⟨r,р⟩ r̝ ⟨rz,рз⟩ |
||||||
Approximant | l ⟨l,л⟩ | j ⟨j,й⟩ |
লাতিন লিপিতে
সিরিলীয় লিপিতে