সিলভিয়া প্ল্যাথ

সিলভিয়া প্ল্যাথ
১৯৫৭ সালে সিলভিয়া প্ল্যাথ
১৯৫৭ সালে সিলভিয়া প্ল্যাথ
জন্ম(১৯৩২-১০-২৭)২৭ অক্টোবর ১৯৩২
বোস্টন, ম্যাসাচুসেট্‌স, যুক্তরাস্ট্র
মৃত্যুফেব্রুয়ারি ১১, ১৯৬৩(1963-02-11) (বয়স ৩০)
লন্ডন, ইংল্যান্ড
সমাধিস্থলহেপটন্সটল চার্চ, ওয়েস্ট ইয়র্কশায়ার, ইংল্যান্ড
ছদ্মনামভিক্টোরিয়া লুকাস
পেশাকবি, ঔপন্যাসিক এবং ছোটগল্প লেখক
ভাষাইংরেজি
জাতীয়তাআমেরিকান
শিক্ষাবি,এ সুমা কুম ল্যুদে, ইংরেজিতে সম্মান।
শিক্ষা প্রতিষ্ঠানস্মিথ কল্রজ
নিউনহাম কলেজ, ক্যামব্রিজ
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
সময়কাল১৯৬০–১৯৬৩
ধরনকবিতা, ফিকশন
সাহিত্য আন্দোলনস্বীকারোক্তিমুলক কবিতা
উল্লেখযোগ্য রচনাবলিদ্য বেল জার এবং এরিয়েল
উল্লেখযোগ্য পুরস্কারফুলব্রাইট স্কোলারশিপ
গ্লাস্কোক পুরস্কার
১৯৫৫

কবিতার জন্য পুলিৎজার
১৯৮২ কবিতা সংকলন
দাম্পত্যসঙ্গীটেড হিউজ (১৯৫৬–১৯৬৩, মৃত্যু)
সন্তানফ্রায়েডা হাজেস
নিকোলাস হাজেস

স্বাক্ষরSylvia Plathসিলভিয়া প্ল্যাথ

সিলভিয়া প্ল্যাথ (ইংরেজি: Sylvia Plath; /plæθ/; অক্টোবর ২৭, ১৯৩২ – ফেব্রুয়ারি ১১, ১৯৬৩) ছিলেন একজন আমেরিকান কবি, ঔপন্যাসিক এবং ছোটগল্প লেখক। তিনি ম্যাসাচুসেটসের বোস্টনে জন্মগ্রহণ করেন এবং কবি ও লেখক হিসেবে স্বীকৃতি পাওয়ার পূর্বেই স্মিথ কলেজ, নিউনহাম কলেজ এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তার শিক্ষা সম্পন্ন করেন। সিলভিয়া ১৯৫৬ সালে তার সমসাময়িক কবি টেড হিউজেকে বিয়ে করেন; এই সময় তারা মার্কিন যুক্তরাস্ট্রে বসবাস করলেও পরবর্তিতে ইংল্যান্ডে পাড়ি জমান, এই দম্পতির দুই সন্তান ফ্রায়েডা হাজেস এবং নিকোলাস হাজেস। প্ল্যাথ প্রাপ্তবয়স্ক জীবনের বেশিরভাগ সময় অবসাদ আর বিষন্নতায় ভুগতেন,[] আর ১৯৬৩ সালে তিনি আত্মহত্যা করেন।[] যদিও তার জীবন এবং মৃত্যু, সেইসাথে তার লেখা এবং উত্তরাধিকারকে কেন্দ্র করে এখনো বিতর্ক চলছে।

প্ল্যাথ তার প্রকাশিত দ্য কলোসাস এ্যান্ড আদার পোয়েট্রি এবং এরিয়েল কাব্যসংকলনে স্বীকারোক্তিমুলক কাব্য ধারা চর্চার কারণে বিশেষভাবে আলোচিত। তিনি ১৯৮২ সালে দ্য কলেক্টেড পোয়েম" এর জন্য কবিতায় মরণোত্তর পুলিৎজার পুরস্কার জিতেছেন। এছাড়া মৃত্যুর অল্প কিছুদিন আগে দ্য বেল জার নামে প্ল্যাথের একটি আধা-আত্মজীবনীমূলক উপন্যাস প্রকাশিত হয়েছিল।[]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

প্ল্যাথ অক্টোবর ২৭, ১৯৩২ সালে আমেরিকার বোস্টন পাশ্ববর্তী জামাইকান প্লেইন এর ম্যাসাচুসেট্‌স মেমোরিয়েল হসপিটাল-এ জন্মগ্রহণ করেন।[] তার মা অরেইলিয়া স্কুবের' ,(১৯০৬-১৯৯৪) অস্ট্রিয়া থেকে আগত প্রথম প্রজন্মের আমেরিকান এবং বাবা অট্টো প্ল্যাথ (১৮৮৫–১৯৪০), এসেছিলেন জার্মানির জ্রাবো থেকে।[] প্ল্যাথের বাবা ছিলেন বোস্টন বিশ্ববিদ্যালয়ের প্রানীবিদ্যা বিভাগের অধ্যাপক এবং একজন কীটবিজ্ঞানী[] প্ল্যাথের মা ছিল তার বাবার তুলনায় অন্তত ২১ বছরের ছোট।[]

এপ্রিল ২৭, ১৯৩৫ সালে প্ল্যাথের ভাই ওয়ারেনের জন্ম হয়,[] এবং ১৯৩৬ সালে তার পরিবার, ২৪ প্রিন্স স্ট্রিট জামাইকা প্লেইন,ম্যাসাচুসেট্‌স ছেড়ে ৯২ জনসন এ্যাভিনিও, উইনথর্প,ম্যাসাচুসেট্‌স এ চলে আসে।[] প্ল্যাথের মা অরেইলিয়া ও এই উইনথর্পেই বেড়ে ওঠে ছিলেন তার পরদাদা ও এই শহরেই পয়েন্ট শার্লিতে বসবাস করতেন, যা সিলভিয়া প্ল্যাথের কবিতায় পাওয়া উল্লেখ রয়েছে। উইনথর্পে থাকাকালীন মাত্র আট বছর বয়সে প্ল্যাথের কবিতা প্রকাশিত হয়েছিল বোস্টন হেরল্ড' পত্রিকার শিশু শাখায়।[] লেখালেখির পাশাপাশি অল্প বয়সে তার শিল্পীমনের প্রকাশ ঘটেছিল তিনি চিত্রকলার জন্য ১৯৪৭ সালে দ্য স্কলাস্টিক আর্ট এ্যান্ড রাইটিং এ্যাওয়ার্ড জিতেছিলেন।[]

আত্মহত্যা

[সম্পাদনা]
প্ল্যাথের কবর

প্ল্যাথের প্রতিবেশী ডাক্তার জন হোর্ডার যিনি তাকে আত্মহত্যার কিছু দিন আগে অবসন্নতা প্রতিষেধক প্রেসক্রাইভ করেছিলেন। দুই অপ্রাপ্তবয়স্ক সন্তান নিয়ে ঝুকিপূর্ণ অবস্থায় থাকার কারণে জন প্রায় তাকে দেখতে যেতেন এবং হাসপাতালে ভর্তি করানোর জন্যেও চেষ্টা করেন; কিতু প্ল্যাথ ভর্তি হতে অস্বীকৃতি জানালে তার জন্য সার্বক্ষনিক একজন নার্সের ব্যবস্থা করেছিলেন। তবে সমালোচকরা বলেন, অবসন্নতা প্রতিষেধক কাজ করার জন্য তিন সপ্তাহের মতো সময় প্রয়োজন, কিতু তার আগেই প্ল্যাথের মৃত্যু হয়; তাই জনের দেয়া প্রতিষেধক তার জন্য প্রকৃতপক্ষে কোন উপকার করেনি।[১০]

কর্মজীবন

[সম্পাদনা]

প্ল্যাথের কবিতা লেখার শুরু মাত্র আট বছর বয়সে, তার প্রথম কবিতা প্রকাশিত হয় বোস্টন ট্রাভেলার-এ[]স্মিথ কলেজে ভর্তির সময়ে তিনি ৫০টি অধিক ছোট গল্প লিখেছেন যার অধিকাংশ বিভিন্ন ভাসমান পত্রিকায় প্রকাশিত হয়েছিল।[১১] স্মিথে তিনি ইংরেজিতে সম্মান এবং লেখালেখিতে পুরস্কারসহ বিভিন্ন বৃত্তি লাভ করেন।তিনি কলেজে সাময়িকী সম্পাদনা করেছেন এবং 1955 সালে সম্মান শেষে তিনি টু লাভার'স এ্যান্ড অ্যা বিচকম্বার বাই রিয়েল সী-এর জন্য গ্লাসকক পুরস্কার লাভ করেন। পরে ক্যাম্ব্রিজে পড়ার সময় প্ল্যাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকাশনার জন্য লিখতেন। এ সময় হ্যানিম্যন তার প্রথম সংকলন দ্য কলোসাস এ্যান্ড আদার পোয়েমস প্রকাশ করে, ১৯৬০ সালের দিকে যুক্তরাজ্যে ইয়েল ইংগার পোয়েটস প্রতিযোগিতার সংক্ষিপ্ত তালিকায় বেশ'কবার স্থান করে নেন এবং হার্পারে, দি স্পেক্টেটর এবং টাইমস লিটারেরি সাপ্লিমেন্ট তার লেখা প্রকাশ করে। এ সময়ে প্রধান মার্কিন ও ব্রিটিশ সাময়িকীগুলো প্ল্যাথের দ্য কলোসাস এর সব কবিতা প্রকাশ করেছিল।[১২]

কর্ম তালিকা

[সম্পাদনা]

কবিতা সংকলন

[সম্পাদনা]

সংকলিত প্রবন্ধ এবং ওপন্যাস

[সম্পাদনা]

শিশুতোষ বই

[সম্পাদনা]
  • দ্য বেড বুক (১৯৭৬), ইলাস্ট্রেড কোয়েন্টিন ব্লেইক, ফেভার এ্যান্ড ফেভার
  • দ্য ইট-ডাজোন্ট-মেটার-সুয়েট (1১৯৯৬) ফেভার এ্যান্ড ফেভার
  • কালেক্টেড চিল্ড্রেন স্টোরিজ (ইউ কে,২০০১) ফেভার এ্যান্ড ফেভার
  • মিসেস. চেরি'স কিচেন (২০০১) ফেভার এ্যান্ড ফেভার

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Sylvia Plath and the depression continuum" by Brian Cooper, MD at ncbi.nlm.nih.gov
  2. Becker. (2003)
  3. The Bell Jarন. Harper Perennial Classics Edition. আইএসবিএন ০-০৬-০৯৩০১৮-৭ p xii. Introduction by Frances McCullough
  4. Sally Brown and Clare L. Taylor, "Plath, Sylvia (1932–1963)", Oxford Dictionary of National Biography, Oxford University Press, 2004
  5. Kirk (2004) p2
  6. Steven Axelrod। "Sylvia Plath"The Literary Encyclopedia, 17 Sept. 2003, The Literary Dictionary Company (April 24, 2007), University of California Riverside। সংগ্রহের তারিখ ২০০৭-০৬-০১ 
  7. "A celebration, this is"। Sylviaplath.info। সংগ্রহের তারিখ ২০১৪-০৩-১১ 
  8. Kirk (2004) p23
  9. Kirk (2004) p32
  10. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Rhyme নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  11. Anne Stevenson "Plath, Sylvia" The Oxford Companion to Twentieth-Century Poetry in English. Oxford University Press
  12. Wagner-Martin (1988) p2-5

বহিঃসংযোগ

[সম্পাদনা]