ধরন | দৈনিক সংবাদপত্র |
---|---|
ফরম্যাট | ব্রডশিট |
মালিক | এসোসিয়েটেড নিউজপেপার্স অব সিলন লিমিটেড |
প্রতিষ্ঠাকাল | ১৯৩০ |
ভাষা | সিংহলী |
সদর দপ্তর | ৩৫ ডি আর। উইজেওয়ার্দেনা মাওয়াথা, কলম্বো ১০, শ্রীলঙ্কা |
প্রচলন | ২৬৫,০০০ |
সহোদর সংবাদপত্র | সানডে অবজার্ভার ডেইলি নিউজ দিনামানি থিনাকরণ |
ওয়েবসাইট | silumina.lk |
সিলুমিনা (সিংহলি: සිළුමිණ) শ্রীলঙ্কার একটি সিংহল ভাষার সাপ্তাহিক সংবাদপত্র। এটি সরকারি মালিকানাধীন অ্যাসোসিয়েটেড নিউজপেপারস সিলন লিমিটেড (লেক হাউস) দ্বারা প্রকাশিত। পত্রিকাটি ১৯৩০ সালে প্রকাশ শুরু হয়, এর প্রতিষ্ঠাতা ছিলেন ডি আর উইজেওয়ার্দেনা।[১] এটির সঞ্চালন বর্তমানে ২৬৫,০০০। [২] মার্টিন বিক্রমাসিংহের মতো বিখ্যাত উপন্যাসিকরা এর সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন।[৩] বর্তমান সম্পাদক হলেন লক্ষ্মণ পিয়াসেনা।[৪]