সিলেট বিভাগীয় স্টেডিয়াম | |
![]() সিলেট বিভাগীয় স্টেডিয়াম | |
স্টেডিয়ামের তথ্যাবলি | |
---|---|
অবস্থান | এয়ারপোর্ট রোড, সিলেট, বাংলাদেশ - ৩১০০ |
ধারণক্ষমতা | ১০,০০০ (২০০৭) [১] ২২,০০০ (২০১৩) [২] |
স্বত্ত্বাধিকারী | বাংলাদেশ সরকার |
ভাড়াটে | সিলেট সিক্সার্স (ক্রিকেট)সিলেট বিভাগ (ক্রিকেট) সিলেট রয়্যালস (ক্রিকেট) |
আন্তর্জাতিক খেলার তথ্য | |
প্রথম পুরুষ টেস্ট | ০৩ - ০৬ নভেম্বর ২০১৮: বাংলাদেশ ![]() ![]() |
সর্বশেষ পুরুষ টেস্ট | ২৮ নভেম্বর - ২ ডিসেম্বর ২০২৩: বাংলাদেশ ![]() ![]() |
প্রথম পুরুষ ওডিআই | ১৪ ডিসেম্বর ২০১৮: বাংলাদেশ ![]() ![]() |
সর্বশেষ পুরুষ ওডিআই | ২৩ মার্চ ২০২৩: বাংলাদেশ ![]() ![]() |
প্রথম পুরুষ টি২০আই | ১৭ মার্চ ২০১৪: আয়ারল্যান্ড ![]() ![]() |
সর্বশেষ পুরুষ টি২০আই | ১৬ জুলাই ২০২৩: বাংলাদেশ ![]() ![]() |
১৬ জুলাই ২০২৩ অনুযায়ী উৎস: ক্রিকইনফো |
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সিলেটের একটি বহুমুখী স্টেডিয়াম। সবুজ পাহাড়-টিলা আর নয়নাভিরাম চা বাগানের মনোরম পরিবেশ বেষ্টিত এই স্টেডিয়ামটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বল্প দূরত্বে অবস্থিত।
স্টেডিয়ামটি ২০০৭ সালে নির্মিত হয়। এটি বর্তমানে ক্রিকেটের জন্য বেশীরভাগ সময় ব্যবহৃত হয়, সেইসাথে ফুটবল খেলাও অনুষ্ঠিত হয়। ৬১৫ ফুঠ দৈর্ঘ্য ৪৮৫ ফুট প্রস্থ নিয়ে এই ক্রিকেট মাঠটি দেশের অন্যতম বড় একটি মাঠ।[৩] ২০১৪ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপের মাঠ হিসেবে এই স্টেডিয়ামকেও নির্বাচন করে বিসিবি।[৪]
এই মাঠে ইংল্যান্ড লায়ন্সের সঙ্গে বাংলাদেশ এ দল এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ম্যাচ হয়েছে। এছাড়াও নারী ক্রিকেট টুর্নামেন্ট, জাতীয় লিগের খেলাও হয়েছে বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে।