সিহোর জেলা | |
---|---|
মধ্যপ্রদেশের জেলা | |
![]() সাল্কানপুর পাহাড় | |
![]() মধ্যপ্রদেশে সিহোর জেলার অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | মধ্যপ্রদেশ |
বিভাগ | ভোপাল |
সদর দপ্তর | সিহোর |
সরকার | |
আয়তন | |
• মোট | ৬,৫৭৮ বর্গকিমি (২,৫৪০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৩,১১,৩৩২ |
• জনঘনত্ব | ২০০/বর্গকিমি (৫২০/বর্গমাইল) |
জনসংখ্যার উপাত্ত | |
• সাক্ষরতা | ৭০.০৬% |
• লিঙ্গানুপাত | ৯১৮ |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+০৫:৩০) |
ওয়েবসাইট | http://www.sehore.nic.in |
সিহোর জেলা হল ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের একটি জেলা। সিহোর শহরটির জেলা সদর। জেলাটি ভোপাল বিভাগের অন্তর্গত। ২০১১ সালের ভারতীয় জনগণনা অনুসারে সিহোর জেলা মোট জনসংখ্যা ছিল ১,৩১১,৩৩২ জন এবং আয়তনে ৬৫৭৮ বর্গ কিলোমিটার।
২০১১ সালের ভারতীয় জনগণনা অনুসারে সিহোর জেলা মোট জনসংখ্যা ছিল ১,৩১১,৩৩২ জন।[১] যা মরিশাস [২] অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্প্শায়ার রাজ্যের সমান।[৩] জনসংখ্যার হিসাবে জেলাটি ভারতে ৩৭৩তম স্থানে রয়েছে (মোট ৬৪০টির এর মধ্যে)।[১] জেলার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ১৯৯ জন লোক বসবাস করে (প্রতি বর্গমাইলে ৫২০ জন)।[১] ২০০১-২০১১ এর দশকে সিহোর জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ২১.৫১% শতাংশ।[১] লিঙ্গ অনুপাত প্রতি ১০০০ জন পুরুষের বিপরীতে ৯১৮ জন নারী রয়েছে।[১] সাক্ষরতার হার ৭১.১১%।[১]
২০১১ সালের ভারতীয় জনগণনার সময় সিহোর জেলার ৯৭.২২% জনগণ হিন্দি তাদের প্রথম ভাষা হিসাবে ব্যবহার করে থাকে।[৪] এছাড়াও, ২.৩১% উর্দু এবং ০.৪৭% অন্যান্য ভাষা তাদের প্রথম ভাষা হিসাবে ব্যবহার করে থাকে।[৪]
সিহোর সিহোর জেলার একটি শহর ও পৌরসভা এলাকা।
শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৩°১২′ উত্তর ৭৭°০৫′ পূর্ব / ২৩.২° উত্তর ৭৭.০৮° পূর্ব।[৫] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৫০২ মিটার (১৬৪৬ ফুট)।
ভারতের ২০১১ সালের ভারতীয় জনগণনার অনুসারে সিহোরের শহরের জনসংখ্যা হল ৯০,৯৩০ জন।[৬] এর মধ্যে পুরুষ ৫২% এবং নারী ৪৮%।
এখানে সাক্ষরতার হার ৬৮%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৫% এবং নারীদের মধ্যে এই হার ৬১%। সারা ভারতের সাক্ষরতার হারের (৫৯.৫%) চাইতে সিহএরের এর সাক্ষরতার হার বেশি।
এই শহরের জনসংখ্যার ১৪% হল ৬ বছর বা তার কম বয়সী।
ভোপাল লোকসভা কেন্দ্রটি ৮টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত।-[৭][৮] তাঁর মধ্যে একটি হল সিহোর বিধানসভা কেন্দ্র।
এই বিধানসভা কেন্দ্রটি ভোপালের ২৩০টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এই বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য ভোপাল বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী এলাকাটি সিহোর জেলায় অবস্থিত।[৭]
সিহোর বিধানসভা কেন্দ্র বিজয়ী বর্তমান সংসদ ভারতীয় জনতা পার্টি দলের সদস্য সুদেশ রায় এবং যিনি গত দুইবারের সংসদ।
Mauritius 1,303,717 July 2011 est.
New Hampshire 1,316,470