সু লিয়ন | |
---|---|
Sue Lyon | |
জন্ম | সুয়েলিন লিয়ন ১০ জুলাই ১৯৪৬ |
মৃত্যু | ডিসেম্বর ২৬, ২০১৯ লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৭৩)
শিক্ষা | হলিউড প্রফেশনাল স্কুল |
মাতৃশিক্ষায়তন | লস অ্যাঞ্জেলেস সিটি কলেজ সান্তা মনিকা কলেজ |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৫৯–১৯৮০ |
দাম্পত্য সঙ্গী | হ্যাম্পটন ফ্যাঞ্চার (বি. ১৯৬৩; বিচ্ছেদ. ১৯৬৫) রোলান্ড হ্যারিসন (বি. ১৯৭১; বিচ্ছেদ. ১৯৭২) কটন অ্যাডামসন (বি. ১৯৭৩; বিচ্ছেদ. ১৯৭৪) এডওয়ার্ড ওয়েদার্স (বি. ১৯৮৩; বিচ্ছেদ. ১৯৮৪) রিচার্ড রুডম্যান (বি. ১৯৮৫; বিচ্ছেদ. ২০০২) |
সন্তান | ১ |
সুয়েলিন লিয়ন (ইংরেজি: Suellyn Lyon; ১০ জুলাই ১৯৪৬ - ২৬ ডিসেম্বর ২০১৯) ছিলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি ১৩ বছর বয়সে মডেল হিসেবে বিনোদন জগতে পদার্পণ করেন এবং পরে অভিনেত্রী হিসেবে খ্যাতি অর্জন করেন। তিনি ললিতা (১৯৬২) চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করে[১] বর্ষসেরা নবীন তারকা অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।[২] তার অভিনীত অন্যান্য চলচ্চিত্র হল দ্য নাইট অব দ্য ইগুয়ানা (১৯৬৪), সেভেন উইমেন (১৯৬৬), টনি রোম (১৯৬৭), এবং ইভেল নিভেল (১৯৭১)।
লিয়ন ১৪ বছর বয়সে ভ্লাদিমির নাবোকভের ললিতা উপন্যাস অবলম্বনে স্ট্যানলি কুবরিক পরিচালিত ললিতা (১৯৬২) চলচ্চিত্রে নাম ভূমিকা দোলোরেস "ললিতা" হেজ চরিত্রে অভিনয় করেন। তাকে আংশিক ভূমিকার জন্য নির্বাচন করা হয়েছিল, কারণ ভ্লাদিমির নাবোকভের উপন্যাসের ১২ বছর বয়সী ললিতার পরিবর্তে চলচ্চিত্র নির্মাতাকে এই চরিত্রের জন্য আরো বেশি বয়সী কাউকে নিতে হত। কুবরিক হলিউড প্রোডাকশন কোড লঙ্ঘন না করার লক্ষ্যে গল্পে পরিবর্তন নিয়ে আসেন, তবুও এই চলচ্চিত্রটি সে সময়ের অন্যতম বিতর্কিত চলচ্চিত্র ছিল। যাই হোক, লিয়ন এই চলচ্চিত্রের তার কাজের জন্য বর্ষসেরা নবীন তারকা অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।[৩][৪]
লিয়ন জন হিউস্টনের দ্য নাইট অব দ্য ইগুয়ানা (১৯৬৪) চলচ্চিত্রে কামনা উদ্দীপক কিশোরীর ভূমিকায় অভিনয় করেন। তিনি জন ফোর্ড পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র সেভেন উইমেন (১৯৬৬) চলচ্চিত্রে একজন মিশনারী চরিত্রে অভিনয় করেন। তাকে টনি রোম (১৯৬৭) চলচ্চিত্রে ফ্রাঙ্ক সিনাত্রার সাথে পার্শ্ব ভূমিকায় এবং ইভেল নিভেল (১৯৭১) চলচ্চিত্রে ইভেল নিভেলের স্ত্রীর ভূমিকায় দেখা যায়।
লিয়ন পাঁচবার বিয়ে করেন।[৫] তার কন্যা নোনা হ্যারিসন গোমেজ (বিবাহপূর্ব নোনা মেরিল হ্যারিসন) ১৯৭২ সালে লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন।[৬]
লিয়ন ২০১৯ সালের ২৬শে ডিসেম্বর ৭৩ বছর বয়সে ওয়েস্ট হলিউডে মৃত্যুবরণ করেন।[৭] তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি, প্রতিবেদনে প্রকাশিত হয় তিনি কিছুদিন যাবত দুর্বল ছিলেন।[৮]