সুইডেনের প্রথম গুস্তাভ

প্রথম গুস্তাভ
১৫৪২ সালে জ্যাকব বিন্‌কস্‌ অঙ্কি প্রথম গুস্তাভের একটি চিত্র।
সুইডেনের রাজা
রাজত্ব৬ই জুন ১৫২৩ – ২৯শে সেপ্টেম্বর ১৫৬০
রাজ্যাভিষেক১২ জানুয়ারি ১৫২৮
পূর্বসূরিদ্বিতীয় ক্রিশ্চিয়ান
উত্তরসূরিচতুর্দশ এরিক
জন্ম(১৪৯৬-০৫-১২)১২ মে ১৪৯৬ (গৃহীত)
রেদবোহম রাজপ্রাসাদ, উপ্লেন্ড বা
লিনডুলম্যান, উপ্লেন্ড, সুইডেন
মৃত্যু২৯ সেপ্টেম্বর ১৫৬০(1560-09-29) (বয়স ৬৪)
ট্রি ক্রোনার রাজপ্রাসাদ, স্টকহোম, সুইডেন
সমাধি২১শে ডিসেম্বর ১৫৬০
উপসালা ক্যাথেড্রাল
দাম্পত্য সঙ্গীক্যাথেরিন অফ সেক্সি-লাউঅ্যনবার্গ
মার্গারেট লিজনহাফভাদ
ক্যাটরিনা স্টিনবুক
বংশধরসুইডেনের চতুর্দশ এরিক
সুইডেনের তৃতীয় জন
ক্যাথরিনা ভাসা
প্রিন্সেস সিসিলিয়, সুইডেন
প্রিন্সেস সুফিয়া, সুইডেন
প্রিন্সেস এলিজাবেথ, সুইডেন
সুইডেনের নবম চার্লস
রাজবংশহাউজ অফ ভাসা
পিতাএরিক জোহানসন ভাসা
মাতাসিসিলিয়া ম্যানসডটার একা
ধর্মলুথেরাম, সাবেক রোমান ক্যাথলিক

সুইডেনের প্রথম গুস্তাভ, জন্ম গুস্তাভ এরিকসন (১২ মে ১৪৯৬ - ২৯শে সেপ্টেম্বর ১৫৬০) ১৫২৩ সাল থেকে তার মৃত্যু পর্যন্ত সুইডেনের রাজা ছিলেন। এরপূর্বে ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের রাজা দ্বিতীয় ক্রিশচিয়ানের বিরুদ্ধে সুইডেনের স্বাধীনতা যুদ্ধের সময় ১৫২১ সাল থেকে তিনি সুইডেনের অধিভুক্ত রাজ্য রিকসুভিটসম্যানের স্বঘোষিত অভিবাবক ছিলেন। প্রথমদিকে তিনি কম পরিচিত থাকলেও পরবর্তীকালে তিনি স্টকহোম ব্লাডবাথে বিদ্রোহী আন্দোলনের নেতৃত্ব দিতে শুরু করেন। তার পিতা এই শহরেই নিহত হয়েছিলেন। ১৫২৩ সালের ৬ই জুন গুস্তভ রাজা হিসেবে নির্বাচন করেন এবং নির্বাচনে জয়ী হওয়ার পর সুইডেনে মধ্যযুগীয় নির্বাচক রাজতন্ত্রের পতন হয়। এর পরিপ্রেক্ষিতে, বর্তমান হাউজ অফ বেরনাদুতেসহ, হাউজ অফ ভাসা ও এর বংশধরদের দ্বারা বংশানুক্রমিক শাসন শুরু হয়।

প্রথম গুস্তাভকে আধুনিক সুইডেনের প্রতিষ্ঠাতা ও জাতির জনক হিসেবে গণ্য করা হয়। গুস্তাভ নিজেকে মোজেস-এর সাথে তুলনা করতে পছন্দ করতেন, তিনি বিশ্বাস করতেন মোজেসও তার জাতিকে মুক্ত করেছিলেন ও একটি সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। ব্যক্তি হিসেবে গুস্তভ নির্মম পদ্ধতির জন্য ও খারাপ মেজাজের জন্য পরিচিত ছিলেন। কিন্তু সঙ্গীতের প্রতি তিনি ছিলেন অত্যন্ত স্নেহশীল এবং তার রাজনৈতিক প্রতিপক্ষকে তিনি গোপন কৌশলে প্রতিহত করতেন বলে জানা যায়। তিনি বর্তামান বিশ্বের অন্যতম একটি প্রাচীনতম বাদকদলেরও প্রতিষ্ঠা, কুনগ্লিগা হবকাপিলেট। ১৫২৬ সালে রাজকীয় হাউজকিপিং দাবি করেন, এই দলে ১২ জন সদস্য ছিলেন। বর্তমানে কুনগ্লিগা হবকাপিলেট রয়্যাল সুইডিশ অপেরার বাদকদল।

গ্যালারী

[সম্পাদনা]

গুস্কাভ ভাসা তার রাজত্বের সময় কিছু চিত্রাঙ্কন করেছিলেন, যা সিরিজ আকারে ছিল। মৌলিকগুলো হারিয়ে গিয়েছে কিন্তু জল রং কিছু চিত্র অজানা সময়ে এখনো রয়ে গেছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  • Michael Roberts: The Early Vasas: A History of Sweden 1523–1611 (1968)
  • Alf Åberg: Gustav Vasa 500 år / The official anniversary book (1996)
  • Lars-Olof Larsson: Gustav Vasa – Landsfader eller tyrann? (2005)

বহিঃসংযোগ

[সম্পাদনা]
  • The Rapier of Gustav Vasa, King of Sweden (myArmoury.com article)
  •  Robert Nisbet Bain (১৯১১)। ব্রিটিশ বিশ্বকোষ (১১তম সংস্করণ)। 
  •  "Gustavus I. Vasa"। New International Encyclopedia। ১৯০৫। [[Category:উইকিপিডিয়া নিবন্ধ যাতে নিউ ইন্টারন্যাশনাল এনসাইক্লোপিডিয়া থেকে একটি উদ্ধৃতি অন্তর্ভুক্ত করা হয়েছে]]