সুজিত সরকার | |
---|---|
জন্ম | কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | নির্দেশক, প্রযোজক |
কর্মজীবন | ২০০৫ – বর্তমান |
সুজিত সরকার একজন সুপরিচিত ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক। জিমি শেরগিল, মনীষা লাম্বা ও যশপাল শর্মা অভিনীত হিন্দি ছবি 'তহান'(২০০৫) তারই নির্দেশনায় তৈরি; এর মাধ্যমেই তিনি হিন্দি চলচ্চিত্র জগতে পা রাখেন। তার অন্যান্য উল্লেখ্য ছবির মধ্যে ভিকি ডোনার, মাদ্রাজ ক্যাফে ইত্যাদি। তার প্রযজিত বাংলা ছবি অপরাজিতা তুমি। ভিকি ডোনার-এর জন্যে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। ২০০৫ সালে তিনি তার নির্দেশিত চলচ্চিত্র "ইয়াহাঁর" জন্যে ওশিয়ান সিনেফ্যান চলচ্চিত্র উত্সবএ বিশেষ জুরি পুরস্কার পান[১]। তিনি এখন অমিতাভ বচ্চন-এর উপর একটি জীবনীমূলক ছবি তৈরির পরিকল্পনা করছেন[২]। তিনি ডভ, ক্যাটবেরি, ইত্যাদি নামী ব্রান্ডের জন্যে প্রচারমূলক ছবিও নির্মাণ করেছেন।
অপরাজিতা তুমি চলচ্চিত্রটি প্রযোজক হিসাবে নির্মাণের পর থেকেই তিনি বেশি জনপ্রিয়তা লাভ করেন। যেটি ছিল সুনীল গঙ্গোপাধ্যায়র উপন্যাস "দুই নারী হাতে তরবারি" অবলম্বনে নির্মিত।[৩] সরকার পরিচালিত ছবি ভিকি ডোনার বক্স-অফিসে দারুণ সাফল্য অর্জন করে। ২০১৫য় মুক্তিপ্রাপ্ত ছিবি পিকুও তিনি পরিচালনা করেন।
বছর | চলচ্চিত্র | পরিচালক | প্রযোজক | লেখক | ভাষা |
---|---|---|---|---|---|
২০০৫ | ইয়াহান | হ্যাঁ | হিন্দি | ||
— | শোবিতে (অপ্রকাশিত) | হ্যাঁ | |||
২০১২ | অপরাজিতা তুমি | হ্যাঁ | বাংলা | ||
ভিকি ডোনার | হ্যাঁ | হিন্দি | |||
২০১৩ | মাদ্রাজ ক্যাফে | হ্যাঁ | হ্যাঁ | ||
২০১৫ | পিকু | হ্যাঁ | |||
ওপেন টি বায়োস্কোপ | হ্যাঁ | বাংলা | |||
২০১৬ | পিঙ্ক | হ্যাঁ | হ্যাঁ | হিন্দি | |
২০১৭ | রানিং শাদী | হ্যাঁ | |||
২০১৮ | অক্টোবর | হ্যাঁ | |||
২০২০ | গুলাবো সীতাবো | হ্যাঁ | হ্যাঁ | ||
২০২১ | সর্দার উধম | হ্যাঁ | হ্যাঁ | হিন্দি | |
২০২১ | দীপ৬ | হ্যাঁ | বাংলা |
জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০০৫)