সুজুকি গাকি সেইসাকুশো

কোম্পানির লোগো

সুজুকি গাকি সেইসাকুশো (鈴木楽器製作所, সুজুকি বাদ্যযন্ত্র কর্পোরেশন) একটি জাপানি কোম্পানি, যা বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র তৈরি করে।

ইতিহাস

[সম্পাদনা]
মেলোডিয়ন প্রো৩৭
ট্রনিকর্ড পিসি-২৭
ওমনিকর্ড ওএম-৩০০

মানজি সুজুকি ১৯৫৩ সালে কোম্পানি প্রতিষ্ঠা করেন। শুরুতে হারমোনিকাস তৈরি করতো, পরে মেলোডিয়ন তৈরি করেছিল। ১৯৫৬ সালে জাপানের শিক্ষা মন্ত্রণালয় স্কুলে ব্যবহারের জন্য সুজুকি কোম্পানির মেলোডিয়ন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছিল।[] অনুমোদিত বিতরণ কেন্দ্রগুলি যুক্তরাজ্য (সুজুকি ইউরোপ লিমিটেড - সুজুকি জাপানের মালিকানাধীন) এবং পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্রে (সান দিয়েগো, ক্যালিফোর্নিয়ায় অবস্থিত) অবস্থিত। পিয়ানো এবং ব্যান্ড যন্ত্র,[] বিশুদ্ধ ইলেকট্রনিক যন্ত্র যেমন ট্রনিকর্ড, ওমনিকর্ড, এবং কিউকর্ড ডিজিটাল সাউন্ডকার্ড গিটারসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বানানোর মাধ্যমে কোম্পানির ব্যবসা সম্প্রসারিত হয়েছে।[]

১৯৯১ সালে সুজুকি হ্যামন্ড অর্গান কোম্পানি কিনে নেয়, যা এখন হ্যামন্ড সুজুকি নামে পরিচিত।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "About Suzuki"www.suzukimusic.co.uk। সংগ্রহের তারিখ ২০২৪-১১-২৩ 
  2. "Suzuki Musical Inst. MFG | Qualified Musical Inst. Manufacture."suzukimusic-global.com। সংগ্রহের তারিখ ২০২৪-১১-২৩ 
  3. QChord Digital Soundcard Guitar. Suzuki Europe Ltd.. Retrieved 17 August 2009.
  4. "Contact Us – Hammond Organ" 

বহির্সংযোগ

[সম্পাদনা]