বৌদ্ধধর্ম |
---|
এর ধারাবাহিক নিবন্ধের অংশ |
সুত্তনিপাত[১] হলো বৌদ্ধ ধর্মগ্রন্থ, খুদ্দকনিকায়ের সূত্ত সংগ্রহ, এবং থেরবাদ বৌদ্ধধর্মের পালি ত্রিপিটকের সুত্তপিটকের অংশ। এটি বুদ্ধের বক্তৃতার সংগ্রহ। এটি বৌদ্ধ সাহিত্যের আদি গ্রন্থের অংশ। ছল্মেরজ[২] ব্যাখ্যা করেন যে সুত্ত মানে শিক্ষার ধারাবাহিক সূত্র এবং ওল্ডেনবার্গ ব্যাখ্যা করেছেন যে নিপাত ছোট সংগ্রহকে বোঝায়।[৩]
বৌদ্ধধর্ম বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |