সুথিদা তিদজাই | |
---|---|
![]() | |
থাইল্যান্ডের নারী তালিকা | |
Tenure | ১ মে ২০১৯ – বর্তমান |
রাজ্যাভিষেক | 4 May 2019 |
জন্ম | Hat Yai, Songkla, Thailand | ৩ জুন ১৯৭৮
দাম্পত্য সঙ্গী | মহা ভজিরালঙ্কম (রামা এক্স) (বি. ২০১৯) |
রাজবংশ | Mahidol (by marriage) (Chakri dynasty) |
মাতা | Jangheang Tidjai[১] |
ধর্ম | বৌদ্ধ |
সুথিদা তিদজাই (৩ জুন ১৯৭৮),[২] থাইল্যান্ডের রাণী এবং রাজা মহা ভজিরালঙ্কম চতুর্থ স্ত্রী। তিনি থাইল্যান্ড সেনাবাহিনীর অন্যতম সদস্য ও থাই রাজার দেহরক্ষী ছিলেন। [৩] সুথিদার পূর্বে মহা ভজিরালঙ্কম আরও তিনবার বিয়ে করেছেন। তবে তিনবারই বিবাহ বিচ্ছেদ হয়েছে এবং ওইসব স্ত্রীদের তার সাত সন্তান ছিলো।[৪]
সুথিদা ৩ জুন ১৯৭৮, হট্টাইয়ের চীনা বংশোদ্ভূত থাই পরিবারে জন্মগ্রহণ করে। ২০০০ সালে তিনি হ্যাটাইভিটায়ালাই সোমবক্কুলকানিয়া মিডিল স্কুল এবং অ্যাসিউশন ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। [২] সুথিদা পূর্বে জালওয়েজ এয়ারলাইন্সের ফ্লাইট অ্যাডভান্টেন্ট ছিলেন - যা ২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত জাপান এয়ারলাইন্সের অংশ ছিলো। পরে ২০০৩ থেকে ২০০৮ পর্যন্ত থাই এয়ারওয়েজ হিসেবে ছিলো । [৫][৬]
সুথিদা ২০১৪ সালে রাজা ভাজিরালংকর্নের পরিবারের পাহারাদার হিসেবে নিযুক্ত হন। তিনি যখন এ পদে নিযুক্ত হন তখন অনেকটা কৌশলী হয়ে তার স্বামী সিরাজমি সুইডির সাথে বিবাহবিচ্ছেদ ঘটান। [৭][৮][৯][১০][১১] ২০১৬ সালের অক্টোবর তিনি রাণীর মর্যাদা পান। তবে রাজার প্রাসাদ আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্কের কথা প্রকাশ না করলেও আন্তর্জাতিক গণমাধ্যম সুথিদা রাজার স্ত্রী ও রাণী হওয়ার খবর প্রকাশ করে। [১২][১৩] তার নাম থাই রাজকন্যার স্ত্রীদের জন্য নামকরণ কনভেনশন সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
১৩ অক্টোবর ২০১৭ তারিখে তিনি দ্য গ্র্যান্ড ক্রস (ফার্স্ট ক্লাস) নামক দ্য সর্বাধিক ইলাস্ট্রিয়াস অর্ডার অফ চুল চোম ক্লো,[১৪] যার শিরোনাম থান ফু । ২০০৪ সাল থেকে তিনি প্রথম মহিলা অফিসার এবং রাজা রাম এক্স এর রাজত্বকালে প্রথম পুরস্কার পেয়েছিলেন।[১৫]
১ ডিসেম্বর ২০১৬ তারিখে, তিনি কিং গার্ডের বিশেষ অপারেশন ইউনিট অধিনায়ক নিযুক্ত হন এবং সাধারণ পদে উন্নীত হন। [১৬][১৭] তিনি সফলভাবে বিভিন্ন সামরিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন। [১৮]
রয়্যাল সিকিউরিটি কমান্ডের পুনর্বিন্যাসের পর ১ জুন ২০১১ সালেরয়্যাল থাই অ্যাড-ডে-ক্যাম্প বিভাগের ভারপ্রাপ্ত কমান্ডার হিসাবে তাকে নিযুক্ত করা হয়।
১ মে ২০১১ সালে সুথিদাকে রাজা ভজিরালংকর্ন [৩][১৯] রাণীর মর্যাদা দেন। যার রাজকীয় আয়োজন ৪-৬ মে ২০১৯-এ ব্যাংকককে অনুষ্ঠিত হয়েছিল। [২০] বিয়ের রেজিস্ট্রেশন ঘটেছে ব্যাংকক এর রেসিডেন্সিয়াল হল, তার কন্যা রাজকুমার স্যারিনহর্ন এবং প্রিভি কাউন্সিলেরের প্রেসিডেন্ট তিনসুলানন্দের এ বিয়ের সাক্ষী ছিলেন। [২১]
এর রীতি |
---|