সুধনোতী Sudhanoti | |
---|---|
জেলা | |
![]() আজাদ কাশ্মীরের সুধনতি জেলাকে নীল রং দ্বারা চিহ্নিত করা হয়েছে | |
দেশ | ![]() |
অঞ্চল | ![]() |
সদর দপ্তর | পাল্লানদরি |
আয়তন | |
• মোট | ৫৬৯ বর্গকিমি (২২০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৭) | |
• মোট | ২,৯৭,৫৮৪ |
• জনঘনত্ব | ৫২৩/বর্গকিমি (১,৩৫০/বর্গমাইল) |
সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+৫) |
তহসিলের সংখ্যা | ৪ |
সুধনোতী (উর্দু: ضلع سدھنوتی ) পাকিস্তানের আজাদ জম্মু ও কাশ্মিরে অবস্থিত ৮টি জেলার মধ্যে অন্যতম একটি জেলা।[১] সুধনতি ৩৩°৪২'৫৪ "উত্তর, অক্ষাংশ ৭৩°৪১'২" পূর্বে অবস্থিত।[২] এটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে প্রায় ৯০ কিমি দূরে অবস্থিত। আজাদ পাত্তন রাস্তার মধ্যে দিয়ে রাওলপিন্ডি ও ইসলামাবাদকে সংযুক্ত করেছে।
সুধনতি জেলাটি ৪টি তহসিলে বিভক্ত:
পলন্দ্রী হচ্ছে জেলাটির প্রধান সদর দপ্তর।
২০১৭ সালের আদমশুমারি হিসাব অনুসারে সুধনতির জনসংখ্যা ছিল প্রায় ২৯৭,৫৮৪ জন এর মত।[৩].