সুধা শিবপুরী | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ২০ মে ২০১৫ | (বয়স ৭৭)
অন্যান্য নাম | মীতু আম্বা |
কর্মজীবন | ১৯৬৪ – ২০১৫ |
দাম্পত্য সঙ্গী | ওম শিবপুরী (বি. ১৯৬৮; মৃ. ১৯৯০) |
সন্তান | ঋতু শিবপুরী বিনীত শিবপুরী |
সুধা শিবপুরী (১৪ই জুলাই ১৯৩৭ – ২০শে মে ২০১৫) একজন ভারতীয় অভিনেত্রী ছিলেন, যিনি হিন্দি টেলিভিশন ধারাবাহিক কিউঁকি সাস ভি কভি বহু থি (২০০০–০৮)-এ বা-এর চরিত্রে অভিনয় করার মাধ্যমে সবচেয়ে বেশি বিখ্যাত ছিলেন।[১][২]
সুধা শিবপুরী ১৯৩৭ সালের ১৪ই জুলাই তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের ইন্দোর রাজ্যের ইন্দোরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি স্কুলের অষ্টম শ্রেণিতে পড়ার সময়, তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। উক্ত সময়ে তাঁর বাবা মারা গিয়েছিলেন এবং তাঁর মা অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই পরিবারের জন্য জীবিকা নির্বাহের ভারটি তাঁর উপর পড়েছিল।
ওম শিবপুরি এবং সুধা ১৯৬৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং তারপরে দিল্লি মঞ্চ নাটকে অভিনয় চালিয়ে গেছেন। তাঁরা তাদের নিজস্ব মঞ্চ নাটক সংস্থা, দিশান্তর চালু করেছিলেন,[৩] যা আধা অধুরে, তুঘলক এবং বিজয় তেন্ডুলকরের খামোশ! আদালত জারি হ্যায় সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সমসাময়িক নাটক তৈরি করেছিল। খামোশ! আদালত জারি হ্যায়এ তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন, যেটি ওম শিবপুরী দ্বারা পরিচালিত ছিল। ১৯৭৪ সালে, যেহেতু তাঁর স্বামী হিন্দি চলচ্চিত্রে কাজের জন্য অনেক প্রস্তাব পেতে শুরু করেছিলেন, তাই তাঁরা মুম্বই চলে যান।[৪]
১৯৭৭ সালে, তিনি বাসু চ্যাটার্জীর স্বামী নামক চলচ্চিত্রে অভিনয় করে হিন্দি চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন। এরপর তিনি ইনসাফ কা তরাজু, হামারি বহু অলকা, সাওয়ান কো আনে দো, সুন মেরি লায়লা, বার্নিং ট্রেন, বিধাতা এবং মায়া মেমসাব (১৯৯৩)-এর মতো বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। অতঃপর তিনি চলচ্চিত্র থেকে বিরতি নিয়ে টেলিভিশন জগতে চলে আসেন, সেখানে তিনি আ বৈল মুঝে মার এবং রজনী (১৯৮৫)-এর মতো বেশ কয়েকটি টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছিলেন। রজনী তে তিনি প্রিয়া তেন্ডুলকরের শাশুড়ির চরিত্রে অভিনয় করেছিলেন।
১৯৯০ সালে তাঁর স্বামীর মৃত্যুর পরে, তিনি মিসিং, রিশ্তে, সরহাদে এবং বন্ধন-সহ বেশ কয়েকটি টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছিলেন। ২০০০ সালে টেলিভিশনে বেশ পরিচিত মুখে পরিণত হওয়ার পর তাঁকে জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক কিউঁকি সাস ভি কভি বহু থি-তে বৃদ্ধ শাশুড়ি 'বা'-এর চরিত্রে অভিনয় করতে প্রস্তাব দেওয়া হয়েছিল। অতঃপর তিনি শীষে কা ঘর, ওয়াক্ত কা দরিয়া, দমন, সন্তোষী মা, ইয়ে ঘর, কসম সে, এবং কিস দেশ মে হ্যায় মেরা দিল-এর মতো বেশ কয়েকটি টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছিলেন।
সুধা শিবপুরীর একটি কন্যা রয়েছে, যাঁর নাম ঋতু শিবপুরী (যিনি তিনি হিন্দি চলচ্চিত্রের একজন অভিনেত্রী) এবং একটি পুত্র রয়েছে যাঁর নাম বিনীত শিবপুরী।[৫] ২০১৪ সালে তিনি হৃৎপেশীর রক্তাভাবজনিত রোগে আক্রান্ত হয়েছিলেন এবং বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন।[২] ২০১৫ সালের ২০শে মে তারিখে একাধিক অঙ্গ অকৃতকার্যতার কারণে তিনি মারা যান।[১]