সুনাপরান্ত

সুনাপরন্ত
सुनापरांत
গণেশ চতুর্থী ২০০৭, ম্যাগাজিনের প্রচ্ছদ
ধরনদৈনিক সংবাদপত্র
মালিকসালগাওকর
প্রতিষ্ঠাতাচন্দ্রকান্ত কেনে
প্রতিষ্ঠাকাল১৩ মে ১৯৮৭; ৩৭ বছর আগে (1987-05-13)
ভাষাকোঙ্কানি
প্রকাশনা স্থগিত১ এপ্রিল ২০১৫
সদর দপ্তরপানাজি
ওয়েবসাইটhttp://goacom.com/sunaparant-news/

সুনাপরন্ত (কোঙ্কাণী: सुनापरांत, Sunāparānt ) দেবনাগরী লিপির একটি কোঙ্কানি পত্রিকা ছিল। [] :p.১৬৪ ভারতের গোয়া ভিত্তিক, এটি ১৯৮৭ সাল থেকে ২০১৫ পর্যন্ত পরিচালিত হয়েছিল। [] এটি গণেশ চতুর্থী বার্ষিক উৎসবের সময় একটি বিশেষ ম্যাগাজিন প্রকাশ করেছিল। গোয়ানদের দীর্ঘদিনের লড়াইয়ের পরে ওই বছরের ৪ ফেব্রুয়ারি কোঙ্কাণীকে সরকারী ভাষা করার পরে ১৯৮৭ সালের ১৩ মে সুনাপরান্ত শুরু হয়েছিল।

ইতিহাস

[সম্পাদনা]

চন্দ্রকান্ত কেনি, যিনি রাষ্ট্রমতেরও সম্পাদনা করছিলেন, তিনি কোঙ্কানি আন্দোলনের দুর্গ মারগাও থেকে শুরু হওয়া চার পাতার কোঙ্কানি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তারপরে উদয় ভেম্ব্রে ও রাজু নায়ক তাঁর স্থলাভিষিক্ত হন, তারপরে সাদাকালো সংবাদপত্রটি ২০০৪ সালে ১০ পৃষ্ঠার রঙিন সংস্করণ সহ রাজধানী পানজী শহরে স্থানান্তরিত হয়। পানাজীতে সন্দেশ প্রভুদশাই, অনন্ত সালকর এবং বাবলি নায়েক এর সম্পাদক ছিলেন।

প্রথম সংস্করণটি প্রকাশের প্রায় ২৮ বছর পরে, সুনাপরন্ত ১ আগস্ট ২০১৫ সালে এর ম্যানেজমেন্ট একে বন্ধ করে দিয়েছিল, এমন সিদ্ধান্তের কারণ হিসাবে তারা সংবাদপত্র প্রকাশের ব্যয়বহুল ব্যয়কে দায়ী করেছিল। [][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Noronha, Frederick (২০০৮)। Behind the news: voices from Goa's press। Goa1556। পৃষ্ঠা 216 pages। আইএসবিএন 978-81-905682-0-3 
  2. End of an era: Sunaparant, Goa's only Konkani newspaper, shuts down after 28 years
  3. "Goa's lone Konkani newspaper 'Sunaparant' to shut down"। ১ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২০