সুনীল পাল | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | কৌতুক অভিনেতা, অভিনেতা |
ওয়েবসাইট | sunilpal |
সুনীল পাল একজন ভারতীয় কৌতুক অভিনেতা।[১] তিনি বলিউডের বিভিন্ন চলচ্চিত্রে হাস্যরসাত্মক ভূমিকায় অভিনয় করেছেন।[২] ২০১০ সালে তিনি ভাবনাও কো সমঝো নামের একটি হাস্যরসাত্মক চলচ্চিত্র রচনা ও পরিচালনা করেছিলেন; যে চলচ্চিত্রে সিরাজ খান, জনি লিভার, রাজু শ্রীবাস্তব, কপিল শর্মা, নবীন প্রভাকর, এহসান কুরেশি, সুদেশ লহরী সহ ৫১ জন স্ট্যান্ড-আপ কমেডিয়ান অভিনয় করেছেন।[৩]
সুনীল পাল ১৯৭৫ সালে ভারতের মহারাষ্ট্রে একটি মধ্যবিত্ত মারাঠি-ভাষী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ভারতীয় রেলওয়ের কর্মচারী ছিলেন। ১৯৯৫ সালে সুনীল তার বাবার সাথে মুম্বই আসেন।[৪]
একটি সাক্ষাৎকারে সুনীল পাল বলেছিলেন- "আমি সান্তাক্রুজের একটি চা স্টলে ওয়েটার হিসেবে কাজ করতাম। সেই দিনগুলিতে আমি ফুটপাথে ঘুমাতাম এবং চলচ্চিত্রে আমার পরিচিতিদের সাথে যোগাযোগ রাখতে কাছাকাছি একটি দোকানের টেলিফোন ব্যবহার করতাম।"[৫]
সুনীল পালের প্রথম বড় হিন্দি চলচ্চিত্র বোম্বে টু গোয়া ২০০৭ সালে মুক্তি পায়। পূর্বে তিনি হাম তুম (২০০৪) ও ফির হেরা ফেরি (২০০৬) চলচ্চিত্রে ছোট চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি ভাবনাও কো সমঝো নামে একটি হাস্যরসাত্মক চলচ্চিত্র প্রযোজনা, রচনা এবং পরিচালনা করেছেন; যে চলচ্চিত্রে ৫১ জন স্ট্যান্ড আপ কমেডিয়ান অভিনয় করায় চলচ্চিত্রটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখিয়েছে।[৬]
বছর | চলচ্চিত্র | ভূমিকা | টীকা |
---|---|---|---|
২০০৪ | হাম তুম | ||
২০০৬ | ফির হেরা ফেরি | ||
২০০৬ | আপনা সপনা মানি মানি | মঠ প্রসাদের সহকারী | |
২০০৭ | বোম্বে টু গোয়া | লাল সিং | |
২০০৮ | ক্রেজি ৪ | ট্যাক্সি যাদব | |
২০১০ | ভাবনাও কো সমঝো | সুন্দরলাল যাদব | পরিচালক হিসেবেও কাজ করেছেন[৭] |
২০১৪ | কিক | ||
২০১৪ | মানি ব্যাক গ্যারান্টি | পরিচালক হিসেবেও কাজ করেছেন | |
২০১৫ | সাসু চা স্বয়ম্বর | বাজি | মারাঠি চলচ্চিত্র |
২০১৫ | ম্যায় হুঁ রজনীকান্ত | অরবিন্দ মুখার্জি দ্য খাস আদমি | |
২০১৫ | ডার্টি পলিটিক্স | নথু লাল | |
২০১৮ | তেরি ভাবি হ্যায় পাগলে |
বছর | অনুষ্ঠান | ভূমিকা | টীকা |
---|---|---|---|
২০০৫ | দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ মৌসুম ১ | প্রতিযোগী (বিজয়ী) | |
২০০৬ | দ্য গ্রেট ইন্ডিয়ান কমেডি শো | উপস্থাপক[৮] | |
২০০৮ | কমেডি চ্যাম্পিয়নস | প্রতিযোগী | |
২০১০ | কমেডি সার্কাস কে সুপারস্টারস | প্রতিযোগী |
বছর | অনুষ্ঠান | ভূমিকা |
---|---|---|
২০০৭ | ধামাল উইথ সুনীল পাল | সহ-উপস্থাপক[৯] |