সুনীল রোশন আপ্পুহামি

সুনীল রোশন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম অমরাসিংহে আরাচ্ছিলাগে সুনীল রোশন আপ্পুহামি
জন্ম (1993-07-06) ৬ জুলাই ১৯৯৩ (বয়স ৩১)
জন্ম স্থান শ্রীলঙ্কা
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ডিফেন্ডার্স
জার্সি নম্বর ১২
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১২–২০১৮ কলম্বো
২০১৮– ডিফেন্ডার্স
জাতীয় দল
২০১৬– শ্রীলঙ্কা (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৮:০৬, ১০ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৮:০৬, ১০ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

অমরাসিংহে আরাচ্ছিলাগে সুনীল রোশন আপ্পুহামি (ইংরেজি: Sunil Roshan; জন্ম: ৬ জুলাই ১৯৯৩; সুনীল রোশন নামে সুপরিচিত) হলেন একজন শ্রীলঙ্কান পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে শ্রীলঙ্কান ক্লাব ডিফেন্ডার্স এবং শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১২–১৩ মৌসুমে, শ্রীলঙ্কান ক্লাব কলম্বোর হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; কলম্বোরর হয়ে ৬ মৌসুম অতিবাহিত করার পর ২০১৮–১৯ মৌসুমে তিনি ডিফেন্ডার্সে যোগদান করেছেন। ২০১৬ সালে, সুনীল শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; শ্রীলঙ্কার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

অমরাসিংহে আরাচ্ছিলাগে সুনীল রোশন আপ্পুহামি ১৯৯৩ সালের ৬ই জুলাই তারিখে শ্রীলঙ্কায় জন্মগ্রহণ করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

২০১৬ সালের ৩রা নভেম্বর তারিখে, মাত্র ২৩ বছর ৩ মাস ২৮ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী সুনীল লাওসের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে শ্রীলঙ্কার হয়ে অভিষেক করেছেন। তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[][] ম্যাচটি লাওস ১–২ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[] শ্রীলঙ্কার হয়ে অভিষেকের বছরে সুনীল সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
১০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
শ্রীলঙ্কা ২০১৬
২০২১
সর্বমোট

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Sri Lanka - Laos, Nov 3, 2016 - AFC Solidarity Cup - Match sheet"Transfermarkt (ইংরেজি ভাষায়)। ৩ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২১ 
  2. "Sri Lanka - Laos 1:2 (Friendlies 2016, November)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২১ 
  3. Strack-Zimmermann, Benjamin (৩ নভেম্বর ২০১৬)। "Sri Lanka vs. Laos (1:2)"National Football Teams। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]