সুন্দর দাস খুঙ্গার | |
---|---|
জন্ম | ভারত |
পেশা | নির্মাণ প্রকৌশলী সরকারি কর্মচারী |
পরিচিতির কারণ | ভাকরা বাঁধ খুঙ্গার কমিশন |
পুরস্কার | পদ্মভূষণ |
সুন্দর দাস খুঙ্গার ছিলেন একজন ভারতীয় অসামরিক কর্মচারী, সিভিল ইঞ্জিনিয়ার এবং ভাকরা বাঁধ প্রকল্পের জেনারেল ম্যানেজার।[১] মূলত সেচের জন্য নির্মিত ভাকরা বাঁধটিতে পাঁচটি জলবিদ্যুৎ উৎপাদন ইউনিট যুক্ত করে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করার প্রস্তাব তিনিই প্রথম করেন।[২] তিনি দামোদর ভ্যালি কর্পোরেশনের জল বন্টনের কাজগুলি দেখার জন্য ১৯৬০ সালে সেচ ও বিদ্যুৎ মন্ত্রক কর্তৃক গঠিত কমিশনের নেতৃত্ব দেন।[৩] সিভিল সার্ভিসে অবদানের জন্য ভারত সরকার তাকে ১৯৫৫ সালে তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মভূষণে ভূষিত করে।[৪]