ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | সুবাস মধুসন পনবীরা আরচ্ছিলাগে ডন | ||
জন্ম | ৩১ মে ১৯৯০ | ||
জন্ম স্থান | শ্রীলঙ্কা | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | শ্রীলঙ্কা নৌবাহিনী | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৪– | শ্রীলঙ্কা নৌবাহিনী | ||
জাতীয় দল‡ | |||
২০১৪– | শ্রীলঙ্কা | ১৫ | (১) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১০:২৮, ১১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:২৮, ১১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
সুবাস মধুসন পনবীরা আরচ্ছিলাগে ডন (ইংরেজি: Subash Madushan; জন্ম: ৩১ মে ১৯৯০; সুবাস মধুসন নামে সুপরিচিত) হলেন একজন শ্রীলঙ্কান পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে শ্রীলঙ্কান ক্লাব শ্রীলঙ্কা নৌবাহিনী এবং শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৪–১৫ মৌসুমে, শ্রীলঙ্কান ক্লাব শ্রীলঙ্কা নৌবাহিনীর হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন। ২০১৪ সালে, শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; শ্রীলঙ্কার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৫ ম্যাচে ১টি গোল করেছেন।
সুবাস মধুসন পনবীরা আরচ্ছিলাগে ডন ১৯৯০ সালের ৩১শে মে তারিখে শ্রীলঙ্কায় জন্মগ্রহণ করেছেন।
২০১৪ সালের ২৬শে আগস্ট তারিখে, ২৪ বছর, ২ মাস ও ২৬ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী সুবাস সেশেলসের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে শ্রীলঙ্কার হয়ে অভিষেক করেছেন। তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[১] ম্যাচটি শ্রীলঙ্কা ২–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[২] শ্রীলঙ্কার হয়ে অভিষেকের বছরে সুবাস সর্বমোট ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ৬ মাস ও ১৯ দিন পর, শ্রীলঙ্কার জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন; ২০১৫ সালের ১৭ই মার্চ তারিখে, ভুটানের বিরুদ্ধে ম্যাচের ৩৪তম মিনিটে শ্রীলঙ্কার প্রথম গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন।[৩][৪] ২০১৮ সালের ২৯শে আগস্ট তারিখে, প্রীতি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে অনুষ্ঠিত ম্যাচে তিনি শ্রীলঙ্কার হয়ে প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পালন করেছেন,[৫] ম্যাচটি শ্রীলঙ্কা ১–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল,[৬] যেখানে তিনি ৪৪ মিনিট খেলেছিলেন।[৭]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
শ্রীলঙ্কা | ২০১৪ | ৩ | ০ |
২০১৫ | ৬ | ১ | |
২০১৬ | ৩ | ০ | |
২০১৮ | ৩ | ০ | |
সর্বমোট | ১৫ | ১ |