এস. জয়শঙ্কর | |
---|---|
![]() ২০১৯ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের চুক্তি কক্ষে জয়শঙ্কর | |
৩০তম ভারতের বিদেশমন্ত্রী | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ৩০ মে ২০১৯ | |
প্রধানমন্ত্রী | নরেন্দ্র মোদি |
পূর্বসূরী | সুষমা স্বরাজ |
সংসদ সদস্য, রাজ্যসভা | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ৫ জুলাই ২০১৯ | |
পূর্বসূরী | অমিত শাহ |
নির্বাচনী এলাকা | গুজরাত |
৩১তম ভারতের পররাষ্ট্র সচিব | |
কাজের মেয়াদ ২৮ জানুয়ারী ২০১৫ – ২৮ জানুয়ারী ২০১৮ | |
প্রধানমন্ত্রী | নরেন্দ্র মোদি |
পূর্বসূরী | সুজাতা সিং |
উত্তরসূরী | বিজয় কেশব গোখলে |
মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত | |
কাজের মেয়াদ ১ ডিসেম্বর ২০১৩ – ২৮ জানুয়ারী ২০১৫ | |
রাষ্ট্রপতি | প্রণব মুখোপাধ্যায় |
প্রধানমন্ত্রী | মনমোহন সিং নরেন্দ্র মোদি |
পূর্বসূরী | নিরুপমা রাও |
উত্তরসূরী | অরুণ কুমার সিং |
চীনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত | |
কাজের মেয়াদ ১ জুন ২০০৯ – ১ ডিসেম্বর ২০১৪ | |
রাষ্ট্রপতি | প্রতিভা পাতিল |
প্রধানমন্ত্রী | মনমোহন সিং |
পূর্বসূরী | নিরুপমা রাও |
উত্তরসূরী | অশোক কান্তা |
সিঙ্গাপুরে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার | |
কাজের মেয়াদ ১ জানুয়ারী ২০০৭ – ১ জুন ২০০৯ | |
রাষ্ট্রপতি | প্রতিভা পাতিল |
প্রধানমন্ত্রী | মনমোহন সিং |
উত্তরসূরী | টিসিএ রাঘবন |
চেক প্রজাতন্ত্রে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত | |
কাজের মেয়াদ ১ জানুয়ারী ২০০১ – ১ জানুয়ারী ২০০৪ | |
রাষ্ট্রপতি | এ. পি. জে. আবদুল কালাম |
প্রধানমন্ত্রী | অটল বিহারী বাজপেয়ী |
উত্তরসূরী | পি.এস. রাঘবন |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | সুব্রহ্মণ্যম জয়শঙ্কর ৯ জানুয়ারি ১৯৫৫ নতুন দিল্লি, ভারত |
রাজনৈতিক দল | ভারতীয় জনতা পার্টি |
দাম্পত্য সঙ্গী | কিয়কো জয়শঙ্কর |
সন্তান | ৩ |
পিতা | কে. সুব্রহ্মণ্যম |
আত্মীয়স্বজন | সঞ্জয় সুব্রহ্মণ্যম (ভাই), বিজয় কুমার (ভাই) |
প্রাক্তন শিক্ষার্থী | দিল্লি বিশ্ববিদ্যালয় (বিএ, এমএ) জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (এমএ, এমফিল, পিএইচডি) |
পেশা |
|
পুরস্কার | পদ্মশ্রী (২০১৯) |
সুব্রহ্মণ্যম জয়শঙ্কর (জন্ম: ৯ই জানুয়ারি, ১৯৫৫) একজন ভারতীয় কূটনীতিক এবং রাজনীতিবিদ। তিনি ২০১৯ সালের ৩১শে মে ভারত সরকারের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। তিনি ভারতীয় জনতা পার্টির একজন সদস্য এবং ২০১৯ সালের ৫ই জুলাই থেকে গুজরাত রাজ্যকে প্রতিনিধিত্বকারী রাজ্যসভার একজন সংসদ সদস্য। এর আগে তিনি ২০১৫ সালের জানুয়ারি থেকে[১][২] ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।[৩]
জয়শঙ্কর ১৯৭৭ সালে ভারতীয় পররাষ্ট্র সেবা বিভাগে যোগদান করেন। ৩৮ বছরেরও বেশি সময়ব্যাপী তার কূটনৈতিক কর্মজীবনে তিনি ভারতে এবং বিদেশে সিঙ্গাপুরে হাই কমিশনার হিসেবে (২০০৭-০৯) এবং রাষ্ট্রদূত হিসাবে চেক প্রজাতন্ত্র (২০০১-০৪), চীন (২০০৯-২০১৩) এবং মার্কিন যুক্তরাষ্ট্র (২০১৪-২০১৫) বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ভারত-মার্কিন বেসামরিক পারমাণবিক চুক্তি আলোচনায় জয়শঙ্কর মুখ্য ভূমিকা পালন করেছিলেন।
অবসর গ্রহণের পর জয়শঙ্কর কর্পোরেশনের বৈশ্বিক কর্মকাণ্ডের প্রধান (গ্লোবাল কর্পোরেট অ্যাফেয়ার্সে প্রেসিডেন্ট) হিসেবে টাটা সন্স নামক ব্যবসা প্রতিষ্ঠানে যোগ দেন।[৪] ২০১৯ সালে তিনি ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রীতে ভূষিত হন।[৫] ২০১৯ সালের ৩০শে মে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় মন্ত্রীপরিষদে মন্ত্রী হিসাবে শপথ নেন।[৬] তিনি ২০১৯ সালের ৩১ মে মাসে পররাষ্ট্র মন্ত্রী হিসেবে নিযুক্ত হন। তিনিই প্রথম প্রাক্তন পররাষ্ট্র সচিব যিনি মন্ত্রিপরিষদের টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হিসাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান হন।[৭][৮]