সুমন্ত সুব্রহ্মণ্যম | |
---|---|
দেশ | মালয়েশিয়া |
জন্ম | ২৩ জুন ১৯৯৩ |
খেতাব | ফিদে মাস্টার (২০১৬) |
সর্বোচ্চ রেটিং | ২১৭৬ (অক্টো ২০১৬) |
সুমন্ত সুব্রহ্মণ্যম (জন্ম ১৯৯৩) একজন মালয়েশীয় দাবাড়ু। তিনি ২০১৬ সালে ফিদে কর্তৃক ফিদে মাস্টার উপাধিতে ভূষিত হন।[১]
তিনি ২০২১ দাবা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেন,[২] যেখানে তিনি প্রথম রাউন্ডে স্যামুয়েল সেভিয়ানের কাছে ২-০ ব্যবধানে পরাজিত হন।[৩]