ডেভলপার | সুয্যে |
---|---|
ওএস পরিবার | ইউনিক্স-সদৃশ |
কাজের অবস্থা | সক্রিয় |
সোর্স মডেল | ওপেন সোর্স |
সর্বশেষ মুক্তি | ১৫ / ২৫ জুন ২০১৮[১] |
মার্কেটিং লক্ষ্য | এন্টারপ্রাইজ কম্পিউটিং (ওয়ার্কস্টেশন, সার্ভার) |
ভাষাসমূহ | বহুভাষিক |
হালনাগাদের পদ্ধতি | জাইপার, ইয়াস্ট২ |
প্যাকেজ ম্যানেজার | আরপিএম প্যাকেজ ম্যানেজার |
কার্নেলের ধরন | মনোলিথিক (লিনাক্স) |
ইউজারল্যান্ড | গ্নু |
ব্যবহারকারী ইন্টারফেস | গ্নোম[২][৩] |
লাইসেন্স | এমআইটি লাইসেন্স, গ্নু জিপিএল এবং অন্যান্য |
ওয়েবসাইট | www |
সুয্যে লিনাক্স এন্টারপ্রাইজ ডেস্কটপ (ইংরেজি: SUSE Linux Enterprise Desktop), পূর্বের নোভেল লিনাক্স ডেস্কটপ, সুয্যে কর্তৃক সরবরাহকৃত বাণিজ্যিক বাজার লক্ষ্য করে নির্মিত একটি লিনাক্স ডিস্ট্রিবিউশন।[৪] ২৪-৩৬ মাস অন্তর, এর নতুন প্রধান সংস্করণগুলো প্রকাশিত হয়। আর ছোট সংস্করণগুলো, সার্ভিস প্যাক, ৯-১২ মাস অন্তর প্রকাশিত হয়। সুয্যে লিনাক্স এন্টারপ্রাইজ পণ্যগুলো ওপেনসুয্যে থেকে অনেক বেশি পরীক্ষিত।
সুয্যে লিনাক্স এন্টারপ্রাইজ ডেস্কটপের সর্বশেষ সংস্করণ হলো ১৫। এটাতে ইভোল্যুশন ৩.২৬ সহ আরও অনেক ওপেন সোর্স প্যাকেজ অন্তর্ভুক্ত থাকে, যেমন— দিয়া, টাইগারভিএনসি, এবং আইএফটিপি।