সুরজ পে মঙ্গল ভারী (হিন্দি:सूरज पे मंगल भारी; অনু. মঙ্গল সূর্য থেকেও ভারী) একটি ভারতীয় হিন্দি ভাষার ব্যঙ্গাত্মক কৌতুক-নাটক চলচ্চিত্র। এটি ২০২০ সালে নির্মিত হয়। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অভিষেক শর্মা এবং প্রযোজনা করেছে জি স্টুডিওস।[১] সুরজ পে মঙ্গল ভারী চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ, মনোজ বাজপেয়ী এবং ফাতিমা সানা শেখ।[২] এর প্রধান শুটিং ৬ জানুয়ারি ২০২০ তারিখে শুরু হলেও ২০২০ সালের জুলাই মাসে পুনরায় শুরু হওয়ার আগে ভারতে কভিড-১৯ মহামারীর কারণে ২০২০ সালের মার্চ মাসে তা বন্ধ করে দেওয়া হয়।[৩]
সুরজ পে মঙ্গল ভারী | |
---|---|
পরিচালক | অভিষেক শর্মা |
প্রযোজক | শারিক পাটেল |
রচয়িতা | রোহান শঙ্কর সখি ব্যানার্জী |
কাহিনিকার | অভিষেক শর্মা |
শ্রেষ্ঠাংশে | মনোজ বাজপেয়ী দিলজিৎ দোসাঞ্ঝ ফাতিমা সানা শেখ |
সুরকার | স্কোর সমূহ কিংশুক চক্রবর্তি গান জাভেদ - মোহসিন কিংশুক চক্রবর্তি |
চিত্রগ্রাহক | অনশুমান মহালয় |
সম্পাদক | রামেশ্বর এস. ভগত |
প্রযোজনা কোম্পানি | জি স্টুডিওস |
পরিবেশক | জি স্টুডিওস |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৪১ মিনিট[৪] |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
ভারতে কভিড-১৯ মহামারীর কারণে ৫০% অসম্পূর্ণ ভাবে এটি ২০২০ সালের নভেম্বর মাসের ৫ তারিখে দীপাবলিতে একটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৫]
১৯৯০ সালে মধু মঙ্গল রানে (মনোজ বাজপেয়ী) নামক একজন ঘটক ছিলেন, যিনি বরের পূর্ববর্তী ইতিহাস যাচাই করেন। ৯০-এর দশক একটি আদর্শ সময় ছিল, কারণ সেই সময় কোন মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়া ছিল না এবং মানুষকে সবকিছু শারীরিকভাবে মোকাবেলা ও সমাধান করতে হত। এর দরুন একটি হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। এবং বিভিন্ন হাস্যকর ঘটনা ঘটে।[৬]
সুরজ পে মঙ্গল ভারী | ||
---|---|---|
জাভেদ মহসিন এবং কিংশুক চক্রবর্তি কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম | ||
মুক্তির তারিখ | ৫ নভেম্বর ২০২০[৭] | |
শব্দধারণের সময় | ২০২০ | |
ঘরানা | ফিচার ফিল্ম সাউন্ডট্র্যাক | |
দৈর্ঘ্য | ২১:২৪ | |
ভাষা | হিন্দি | |
সঙ্গীত প্রকাশনী | জি মিউজিক কোম্পানি | |
সঙ্গীত ভিডিও | ||
ইউটিউবে সুরজ পে মঙ্গল ভারী |
ছবিটির সংগীত রচনা করেছেন জাভেদ – মহসিন ও কিংশুক চক্রবর্তী এবং সুর করেছেন ড্যানিশ সাবরি, কুনাল বর্মা, অভিষেক শর্মা এবং মেলো ডি।
ট্র্যাক লিস্ট | |||||
---|---|---|---|---|---|
নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | গায়ক(গণ) | দৈর্ঘ্য |
১. | "বাসন্তি" | দানিশ সাবরে | জাভেদ মহসিন | পায়েল দেব, দানেশ সাবরি | ৩:০৪ |
২. | "ওয়ারেয়া" (পুরুষ কন্ঠ সংস্করণ) | কুনাল বর্মা | জাভেদ মহসিন | বিভোর পরাশর, জাভেদ মহসিন | ৩:১৩ |
৩. | "লাড়কী ড্রামেবাজ হায়" | দানিশ সাবরি | জাভেদ মহসিন | মহসিন শেখ, জ্যোতিকা ট্যাংরি, মেলো ডি, ঐশ্বর্য বন্দরী | ৩:১১ |
৪. | "দাউদা দাউদা" | দানিশ সাবরি | জাভেদ মহসিন | দিব্য কুমার, জাভেদ মহসিন রেপ: মহসিন শেখ | ২:৪৫ |
৫. | "ওয়ারেয়া" (ডুয়েট ভার্সন) | কুনাল বর্মা | জাভেদ মহসিন | বিভোর পরাশর, পলক মুছল, জাভেদ মহসিন | ৪:৩৫ |
৬. | "সুরজ পে মঙ্গল ভারী- (শিরোনাম ট্র্যাক)" | অভিষেক শর্মা | কিংশুক চক্রবর্তি | সঞ্জ ভি, চিনময়ী ত্রিপাঠি | ২:৪৭ |
৭. | "বেড বয়েজ" | মেলো ডি | কিংশুক চক্রবর্তি | মেলো ডি | ১:৪৯ |
মোট দৈর্ঘ্য: | ২১:২৪ |
ভারতে কভিড-১৯ মহামারীর কারণে ২০২০ সালের ১৫ নভেম্বর এটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৬]
|ওয়েবসাইট=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)