সুরতি লালসং Double-banded Judy | |
---|---|
ডানা খোলা অবস্থায় | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | Arthropoda |
শ্রেণী: | Insecta |
বর্গ: | Lepidoptera |
পরিবার: | Riodinidae |
গণ: | Abisara |
প্রজাতি: | A. bifasciata |
দ্বিপদী নাম | |
Abisara bifasciata Moore, 1877[১] | |
প্রতিশব্দ | |
|
সুরতি লালসং[২] (বৈজ্ঞানিক নাম: Abisara bifasciata(Moore)) যার মূল শরীর লালচে খয়েরি বর্ণের এবং ডানার পিছন দিকে সাদা রঙের পটি দেখা যায়। এরা মাঝারি আকৃতির প্রজাপতি। এরা রিওডিনিডি পরিবার এবং রিওডিনিনি উপগোত্রের সদস্য।
সুরতি লালসং এর প্রসারিত অবস্থায় ডানার আকার ৪০-৫০ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।
ভারতে প্রাপ্ত সুরতি লালসং এর উপপ্রজাতি হল-[৩]
এরা ছোট ছোট দূরত্বে লাফিয়ে লাফিয়ে ওড়া তবে বিরক্ত হলে দ্রুত উড়ে হারিয়ে যায়।[৪] এদের সাধারণত ফুলের উপর দেখা যায় না। পচা ফল,পাখির বিষ্ঠা ইত্যাদি এদের খুব পছন্দের খাদ্য। সম্পূর্ণ ডানা খোলা অবস্থায় বসতে দেখা যায় না।