ক্রীড়া | ক্রিকেট |
---|---|
কার্যক্ষেত্র | জাতীয় |
অধিভুক্ত | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
সুরিনাম ক্রিকেট বোর্ড হল সুরিনামের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।সংস্থাটির সদর দপ্তর দেশটির রাজধানী পারামারিবোতে অবস্থিত। সুরিনাম ক্রিকেট বোর্ড ২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্যপদ লাভ করে।[১] সংস্থাটি আইসিসি আমেরিকার আওতাধীন।