সুরু নায়ক

সুরু নায়েক
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
সুরেন্দ্র বিথল নায়েক
জন্ম২০ অক্টোবর, ১৯৫৪
বোম্বে, মহারাষ্ট্র, ভারত
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম, লেগ ব্রেক
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১৫৮)
২৪ জুন ১৯৮২ বনাম ইংল্যান্ড
শেষ টেস্ট৮ জুলাই ১৯৮২ বনাম ইংল্যান্ড
ওডিআই অভিষেক
(ক্যাপ ৩৮)
২০ ডিসেম্বর ১৯৮১ বনাম ইংল্যান্ড
শেষ ওডিআই৪ জুন ১৯৮২ বনাম ইংল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই
ম্যাচ সংখ্যা
রানের সংখ্যা ১৯
ব্যাটিং গড় ৯.৫০ ৩.০০
১০০/৫০ -/- -/-
সর্বোচ্চ রান ১১
বল করেছে ২৩১ ২২২
উইকেট
বোলিং গড় ১৩২.০০ ১৬১.০০
ইনিংসে ৫ উইকেট - -
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ১/১৬ ১/৫১
ক্যাচ/স্ট্যাম্পিং ১/- ১/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৩ আগস্ট ২০২০

সুরেন্দ্র বিথল নায়ক (উচ্চারণ; মারাঠি: सुरु नायक; জন্ম: ২০ অক্টোবর, ১৯৫৪) বোম্বে এলাকায় জন্মগ্রহণকারী সাবেক ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার। ভারত ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৮০-এর দশকের সূচনালগ্নে সংক্ষিপ্ত সময়ের জন্যে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[][][]

ঘরোয়া প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে বোম্বে দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি মিডিয়াম কিংবা লেগ ব্রেক বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে বামহাতে ব্যাটিং করতেন সুরু নায়ক

খেলোয়াড়ী জীবন

[সম্পাদনা]

১৯৭৬-৭৭ মৌসুম থেকে ১৯৮৮-৮৯ মৌসুম পর্যন্ত সুরু নায়কের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল।

সমগ্র খেলোয়াড়ী জীবনে দুইটিমাত্র টেস্ট ও চারটিমাত্র একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন সুরু নায়ক। সবগুলো টেস্টই ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন তিনি। ২৪ জানুয়ারি, ১৯৮২ তারিখে ম্যানচেস্টারে স্বাগতিক ইংল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এরপর, ৮ জুলাই, ১৯৮২ তারিখে ওভালে একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

১৯৮২ সালে ইংল্যান্ড গমনার্থে তাকে বিস্ময়করভাবে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এ সফরে গড়পড়তা ভূমিকা রাখেন তিনি। তন্মধ্যে, ফিল্ডিংয়ে বেশ দক্ষতার স্বাক্ষর রাখেন। দুই টেস্টে অংশ নিলেও তেমন সফলতা পাননি। ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে ডেভিড গাওয়ারের উইকেট লাভ করেছিলেন তিনি।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. List of India Test Cricketers
  2. "India – Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২০ 
  3. "India – Test Bowling Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২০ 

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]