ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | সুশীলা চানু পুখরামবাম | ||||||||||||||||
জন্ম |
মণিপুর, ভারত | ২৫ ফেব্রুয়ারি ১৯৯২||||||||||||||||
উচ্চতা | ১.৫২ মিটার | ||||||||||||||||
মাঠে অবস্থান | হাফব্যাক | ||||||||||||||||
জাতীয় দল | |||||||||||||||||
২০০৮–বর্তমান | ভারত | ১১২ | (৪) | ||||||||||||||
পদক রেকর্ড
| |||||||||||||||||
তথ্যছক সর্বশেষ আপডেট: 13 July 2016 |
সুশীলা চানু পুখরামবাম (জন্মঃ ২৫ ফেব্রুয়ারি ১৯৯২) হলেন একজন ভারতীয় ফিল্ড হকি খেলোয়াড়। তিনি বর্তমানে ভারতীয় জাতীয় মহিলা হকি দলের অধিনায়ক।[১]
সুশীলা চানুর পিতা পুখরাম্বাম শ্যামসুন্দর এবং মাতা পুখরামবাম অংগি লতা। সুশীলা বর্তমানে সেন্ট্রাল মুম্বাই রেল বিভাগে জুনিয়র টিকিট সংগ্রহক হিসাবে ২০১০ সাল থেকে নিযুক্ত আছেন।[২]
২০১৩ সালে জার্মানির মনচেনগ্লাবেচে অনুষ্ঠিত জুনিয়র বিশ্বকাপে সুশীলা চানু এবং তার দল ব্রোঞ্জ পদক অর্জন করেন।[৩] বিশ্ব হকি লিগ এর সেমিফাইনালের পর ভারতীয় মহিলা হকি দলের উল্লেখ্যযোগ্য অবদানকারী হিসাবে চানু, অনুরাধা থকচম ও লিলি চানু মায়েংবাম প্রশংসিত হন। এই তিনজন হকি খেলোয়াড়কে তাদের নিজের শহরের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছিল।[৪]