সুসান এলান জোন্স (জন্ম ১ জুন ১৯৬৮)[১] একজন ব্রিটিশ সাবেক লেবার পার্টির রাজনীতিবিদ। তিনি ২০১০ সালের সাধারণ নির্বাচনে ক্লউইড সাউথের সংসদ সদস্য (এমপি) হিসাবে নির্বাচিত হয়েছিলেন, তার অবসর গ্রহণের পর পূর্ববর্তী লেবার এমপি মার্টিন জোন্সের স্থলাভিষিক্ত হন।[২] সংসদ ছাড়ার পর তিনি স্বেচ্ছাসেবী খাতে ফিরে আসেন।[৩]
২০১৯ সালের যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে তিনি পরাজিত হন।[৪] বরিস জনসনের প্রশাসন কর্তৃক প্রদত্ত কিছু সম্মানের প্রতিবাদে জোন্স ২০২০ সালে একটি সম্মান প্রত্যাখ্যান করেছিলেন।