সুহানী ধান্কি হলেন একজন ভারতীয় টেলিভিশন মাধ্যমের অভিনেত্রী, যিনি একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী, ডঃ সন্ধ্যা ভি পুরেচ্ছা কর্তৃক প্রশিক্ষিতা ভারতনাট্যম বিশেষজ্ঞা। [২] তিনি স্টার প্লাসে একটি পৌরাণিক কাহিনী নির্ভর ধারাবাহিক নাটক মাদ্রি চরিত্রে মহাভারত-এ অভিনয় দিয়ে কর্মজীবন শুরু করেন। এরপর একে একে জি টিভিতে ধারাবাহিক সোপ অপেরা অধুরি কাহানী হামারিতে মায়া এবং পিয়া আলবেলাতে চান্দনি চরিত্রে অভিনয় করে সুনাম কুরান।[৩]। অধুরি কাহানী হামারিতে মায়া চরিত্রের জন্যই তিনি বেশি পরিচিতি পান।[৪]। সম্প্রতি তাকে সনি এন্টারটেইন্ম্যান্ট টেলিভিশন নির্মিত পোরাস (পৌরুষ বা পুরু) নামের ঐতিহাসিক নাটকে অন্যতম প্রধান নারী চরিত্র দস্যুকন্যা লাচি চরিত্রে দেখা যাচ্ছে।
সাল
|
পুরস্কার
|
বিষয়শ্রেণী
|
অনুষ্ঠান
|
ফলাফল
|
২০১৮
|
৯ম নিউজমেকারস্ এচিভারস পুরস্কার
|
সেরা টেলিভিশন অভিনেত্রী পুরস্কার
|
পোরাস
|
বিজয়ী[৫]
|