সূঁচো কাঁশ | |
---|---|
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ/রাজ্য: | প্লান্টি (Plante) |
গোষ্ঠী: | ট্র্যাকিওফাইট (Tracheophytes) |
ক্লেড: | সপুষ্পক উদ্ভিদ (অ্যাঞ্জিওস্পার্মস) |
গোষ্ঠী: | মনোকট্স (Monocots) |
গোষ্ঠী: | Commelinids |
বর্গ: | Poales |
পরিবার: | পোয়াসি (Poaceae) |
গণ: | Cortaderia Stapf |
প্রজাতি: | C. araucana |
দ্বিপদী নাম | |
Cortaderia araucana Stapf |
তৃণরাজ আরাউকানীয় হলো ঘাস পরিবারের তৃণরাজ গণের একটি সপুষ্পক উদ্ভিদ প্রজাতি। মধ্য ও দক্ষিণ চিলে, দক্ষিণ আর্জেনটিনা ও বাংলাদেশের কিছু অঞ্চলে (অভিযোগিত) এ প্রজাতিটি পাওয়া যায়। উদ্ভিদটি ৩ সত্ত়জন পর্যন্ত লম্বা হতে পারে। এর পত্রগুলো লম্বা ও ধাঁরালো। ষাড়বিহীন মৃত্তিকার মতো খারাপ অবস্থাতেও এ প্রজাতিটি টিকে থাকতে পারে। অনেকে একে একটি শোভাময় উদ্ভিদ হিসেবে ব্যবহার করলেও এটি নদী-ভাঙ্গন ও বায়ুপ্রবাহ রোধেও ব্যবহৃত হতে পারে। প্রজাতিটি কিছু কিছু অঞ্চলে আক্রমণাত্মক।[১]