এই নিবন্ধে একাধিক সমস্যা রয়েছে। অনুগ্রহ করে নিবন্ধটির মান উন্নয়ন করুন অথবা আলাপ পাতায় বিষয়গুলো নিয়ে আলোচনা করুন।
|
সূর্যকান্ত মিশ্র | |
---|---|
বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গ বিধানসভা | |
কাজের মেয়াদ ১লা জুন, ২০১১ – ১৯শে মে, ২০১৬ | |
পূর্বসূরী | পার্থ চট্টোপাধ্যায় |
উত্তরসূরী | আব্দুল মান্নান |
বিধায়ক | |
কাজের মেয়াদ ১৯৮২ – ২০১৬ | |
পূর্বসূরী | বিভূতি ভূষণ দে |
উত্তরসূরী | প্রদ্যুত কুমার ঘোষ |
সংসদীয় এলাকা | নারায়ণগড় বিধানসভা কেন্দ্র |
মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার | |
কাজের মেয়াদ ১৬ই মে, ১৯৯৬ – ১৩ই মে,২০১১ | |
গভর্নর | কে. ভি. রঘুনাথ রেড্ডি আখলাউর রহমান কিদওয়াই শ্যামল কুমার সেন বীরেন জে. শাহ গোপালকৃষ্ণ গান্ধী দেবানন্দ কোনোইয়ার এম. কে. নারায়নন |
দপ্তর | স্বাস্থ্য মন্ত্রক জৈব প্রযুক্তি মন্ত্রক পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রক |
পূর্বসূরী | প্রশান্ত চন্দ্র সুর |
উত্তরসূরী | সুব্রত মুখোপাধ্যায় |
পলিটব্যুরো সদস্য, সিপিআইএম | |
কাজের মেয়াদ ২০১২ - বর্তমান | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | নারায়ণগড় | ১৮ এপ্রিল ১৯৪৯
জাতীয়তা | ভারতীয় |
রাজনৈতিক দল | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) |
দাম্পত্য সঙ্গী | শ্রীমতী ঊষা মিশ্র |
বাসস্থান | নারায়ণগড় |
প্রাক্তন শিক্ষার্থী | SCB Medical College (MBBS) Midnapore College (B.Sc.) |
জীবিকা | রাজনীতি, সমাজকর্মী, ডাক্তার |
সূর্যকান্ত মিশ্র একজন বামপন্থী রাজনীতিবিদ। ২০১১ সালের নির্বাচনে পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বাম-শাসনের অবসান হলেও তিনি তার আসন ধরে রাখতে সক্ষম হন। বাম আমলে ইনি গ্রাম ও গ্রামীণ উন্নয়ন এবং স্বাস্থ্য মন্ত্রীর দায়ীত্ব পালন করেছেন। ২০১১ সালের নির্বাচনের পর থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় তিনি বিরোধী দলীয় নেতা হিসেবে নির্বাচিত হন।[১] ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদকের দায়িত্বও পালন করেন। বর্তমানে তিনি তার দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি, পলিটব্যুরোর একজন সদস্য।