সেনইয়াং জে-৬

জে-৬/এফ-৬
চীন বিমান চালনা যাদুঘরে জে-৬ জঙ্গী বিমানের প্রদর্শনী
ভূমিকা জঙ্গী বিমান
নির্মাতা সেনইয়াং বিমান কর্পোরেশন[]
প্রথম উড্ডয়ন ডিসেম্বর ১৭, ১৯৫৮[]
প্রবর্তন ডিসেম্বর ১৯৬১
অবসর প্রাক্তন ১৯৯০ শতক (চীন)
মধ্য-২০০২ (পাকিস্তান)
মুখ্য ব্যবহারকারী People's Liberation Army Air Force
পাকিস্তান বিমান বাহিনী
উত্তর কোরিয়া বিমান বাহিনী
বাংলাদেশ বিমান বাহিনী
নির্মিত হচ্ছে ১৯৫৮-১৯৮১
নির্মিত সংখ্যা ৩,০০০[]
যা হতে উদ্ভূত Mikoyan-Gurevich MiG-19[]
রূপভেদ নানচ্যাঙ কিউ-৫[]

সেনইয়াং জে-৬ (চীনা: 歼-6; দায়িত্বপ্রাপ্ত এফ-৬ রপ্তানি সংস্করণের জন্য; ন্যাটো কোড: ফার্মার) সোভিয়েতের মিগ-১৯ 'ফার্মার' জঙ্গী বিমানের চীনা-নির্মিত সংস্করণ।[]

নকশা এবং উন্নয়ন

[সম্পাদনা]

বর্ণনা

[সম্পাদনা]

বৈশিষ্ট্যসমুহ

[সম্পাদনা]
  • প্রথম উড্ডয়ন :১৯৫৮-১২-১৭
  • সর্বোচ্চ গতিবেগ :১৫৪০ কি.মি./ঘণ্টা
  • পাল্লা :৬৪০ কি.মি.(দুটি ড্রপ ট্যাংকসহ)
  • শক্তির উৎস :দুটি লিমিং উপেন-৬এ

বিকল্পসমূহ

[সম্পাদনা]
এফ-৬এ
এফ-৬বি
দুই আসন এফটি-৬

কার্যকারক

[সম্পাদনা]
সেনইয়াং জে-৬ কার্যকারক ২০১০ (প্রাক্তন কার্যকারক লাল রঙে প্রদর্শীত)

ইতিহাসে পনের জন মোট ব্যবহারকারীদের মধ্যে সেনইয়াং জে-৬ বিমানে বর্তমানে নয়জন সক্রিয় কার্যকারক রয়েছে।

বর্তমান কার্যকারক

[সম্পাদনা]
 মিয়ানমার
ওয়ার মেমোরিয়ালে উত্তর কোরিয়ান বিমান বাহিনী জে-৬, সিউল, কোরিয়া
 উত্তর কোরিয়া
 সুদান
 ইরান
 তানজানিয়া
 জাম্বিয়া
 বাংলাদেশ
 পাকিস্তান
 গণচীন

প্রাক্তন কার্যকারক

[সম্পাদনা]
অরবেনিয় সেনইয়াং জে-৬সি, কুকোভা বিমানঘাটি, কোরিয়া।
মিশরীয় বিমান বাহিনী কর্মিবৃন্দ কর্তৃক পরিদর্শনকৃত একটি মিশরীয় এফ-৬
 আলবেনিয়া
 কম্বোডিয়া
 মিশর
 ইরাক
 উত্তর ভিয়েতনাম
 সোমালিয়া
 ভিয়েতনাম

আরও দেখুন

[সম্পাদনা]

সম্পর্কিত উন্নয়ন
তুলনাযোগ্য ভূমিকার বিমান, কনফিগারেশন এবং যুগ

সম্পর্কিত তালিকা

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Gordon, Yefim & Komissarov, Dmitry. Chinese Aircraft. Hikoki Publications. Manchester. 2008. আইএসবিএন ৯৭৮-১-৯০২১০৯-০৪-৬
  2. "Flight Global World Air Forces 2014" (পিডিএফ)। Flight Global। ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৪ 
গ্রন্থতালিকা
অনলাইন

বহিঃসংযোগ

[সম্পাদনা]