ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | সেনিয়া ভিতালিয়েভনা পেরভা | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল | রাশিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | লেসনয়, সোভিয়েত ইউনিয়ন | ৮ ফেব্রুয়ারি ১৯৮৯|||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ক্রীড়া | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
দেশ | রাশিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ক্রীড়া | তীরন্দাজী | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বিভাগ | বাঁকানো | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
পদকের তথ্য
|
সেনিয়া ভিতালিয়েভনা পেরভা (রুশ: Ксения Витальевна Перова, ইংরেজি: Ksenia Perova, জন্ম: ৮ ফেব্রুয়ারি ১৯৮৯; সেনিয়া পেরভা নামে পরিচিত) হলেন একজন রুশ বাঁকানো তীরন্দাজ।[১] তিনি ২০২০ সালে টোকিওতে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকে আরওসি-এর প্রতিনিধিত্ব করেছেন[২] এবং নারীদের দলগত প্রতিযোগিতায় রৌপ্য পদক জয়লাভ করেছেন।[৩][৪]
তিনি ২০১২ এবং ২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে নারীদের দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। ২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিকে তিনি ব্যক্তিগত প্রতিযোগিতায় পঞ্চম স্থান এবং দলগত প্রতিযোগিতায় চতুর্থ স্থানে অধিকার করেছিলেন। ২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে, তিনি ব্যক্তিগত প্রতিযোগিতায় ১৭তম স্থান অধিকার করেছিলেন, তবে দলগত প্রতিযোগিতায় রৌপ্য পদক জয়লাভ করেছিলেন, যেখানে তার দল দক্ষিণ কোরিয়ার কাছে পরাজিত হয়েছিল। ২০২১ সালে, তিনি তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত ২০২১ ইউরোপীয় আর্চারি চ্যাম্পিয়নশিপে নারীদের দলগত প্রতিযোগিতায় স্বর্ণ পদক জয়লাভ করেছিলেন।[৫]