সেন্ট ভ্যালেন্টাইন'স ডে ম্যাসাকার: ইন ইয়র হাউজ

ইন ইয়র হাউজ
বিবরণ
সংস্থাওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন
তারিখ১৪ ফেব্রুয়ারি ১৯৯৯ (1999-02-14)
মাঠমেমফিস পিরামিড
শহরমেমফিস, টেনেসি
দর্শক সংখ্যা১৯,০২৮
প্রতি-দর্শনে-পরিশোধ-এর কালানুক্রমিক
হাফটাইম হিট রেসলম্যানিয়া
ইন ইয়র হাউজ-এর কালানুক্রমিক
২৬ ২৮

ইন ইয়র হাউজ (এছাড়াও সেন্ট ভ্যালেন্টাইন'স ডে ম্যাসাকার: ইন ইয়র হাউজ অথবা ইন ইয়র হাউজ ২৭ নামে পরিচিত) একটি পেশাদার কুস্তি প্রতি-দর্শনে-পরিশোধ (পিপিভি) এবং সরাসরি ধারাবাহিক সম্প্রচার অনুষ্ঠান ছিল, যা ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন (ডাব্লিউডাব্লিউএফ) প্রযোজনা করেছে।[] এটি ইন ইয়র হাউজ কালানুক্রমিকের অধীনে প্রচারিত সপ্তবিংশ অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানটি ১৯৯৯ সালের ১৪ই ফেব্রুয়ারি তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসির মেমফিসের মেমফিস পিরামিডে অনুষ্ঠিত হয়েছে।

প্রাক-প্রদর্শনে তিনটিসহ মূল অনুষ্ঠান মিলিয়ে সর্বমোট এগারোটি ম্যাচ এই অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের সর্বশেষ ম্যাচে স্টোন কোল্ড স্টিভ অস্টিন ডাব্লিউডাব্লিউএফ চ্যাম্পিয়নশিপের প্রতিদ্বন্দ্বী নির্ধারণী ম্যাচে মিস্টার ম্যাকম্যানকে পরাজিত করেছে। অন্যান্য শীর্ষস্থানীয় ম্যাচে, দ্য কর্পোরেশন ট্যাগ টিম ম্যাচে ডি-জেনারেশন এক্সকে এবং ডাব্লিউডাব্লিউএফ আন্তঃমহাদেশীয় চ্যাম্পিয়নশিপ ম্যাচে ভাল ভেনিস কেন শ্যামরককে পিনফলের মাধ্যমে পরাজিত করেছে।

কাহিনী

[সম্পাদনা]

এই অনুষ্ঠানে পূর্ব নির্ধারিত কাহিনীর ধারাবাহিকতায় অনুষ্ঠিত ম্যাচগুলো অন্তর্ভুক্ত ছিল, যেখানে কুস্তিগিরগণ পূর্ব নির্ধারিত কাহিনী অনুযায়ী অনুষ্ঠানগুলোতে নায়ক, খলনায়ক অথবা পার্থক্যহীন চরিত্র ধারণ করেছেন যা এক বা একাধিক ম্যাচে উত্তেজনা সৃষ্টি করেছে। এই ম্যাচগুলোর ফলাফল ডাব্লিউডাব্লিউএফের লেখকদের দ্বারা পূর্বনির্ধারিত ছিল,[][] যার ধারাবাহিক কাহিনী ডাব্লিউডাব্লিউএফের সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠানে প্রদর্শন করা হয়েছে।[]

পটভূমি

[সম্পাদনা]

১৯৯৩ সাল পর্যন্ত ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন (ডাব্লিউডাব্লিউএফ, বর্তমানে ডাব্লিউডাব্লিউই) প্রতি বছর মোট পাঁচটি পেশাদার কুস্তির প্রতি-দর্শনে-পরিশোধ (পিপিভি) অনুষ্ঠানের আয়োজন করতো; যেগুলো "বিগ ফাইভ" নামে পরিচিত, উক্ত সময়ের পাঁচটি প্রধান অনুষ্ঠানগুলো ছিল রয়্যাল রাম্বল, রেসলম্যানিয়া, কিং অব দ্য রিং, সামারস্ল্যাম এবং সার্ভাইভার সিরিজ। ১৯৯৫ সালের গোড়ার দিকে, প্রতিযোগী ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেসলিং (ডাব্লিউসিডাব্লিউ) দ্বারা তাদের বার্ষিক প্রতি-দর্শনে-পরিশোধ অনুষ্ঠান সংখ্যা বাড়ানোর পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে ডাব্লিউডাব্লিউএফ "ইন ইয়র হাউজ" নামে একটি মাসিক ধারাবাহিক প্রতি-দর্শনে-পরিশোধ প্রতিষ্ঠা করেছিল, যা বিগ ফাইভের মধ্যে যেকোন একটি অনুষ্ঠান আয়োজন না হওয়া মাসে আয়োজন করা হয় এবং কম দামে বিক্রি হয়েছিল (বিগ ফাইভের প্রতিটির মূল্য ছিল ২৯.৯৫ মার্কিন ডলার, অন্যদিকে ইন ইয়র হাউজ অনুষ্ঠানগুলোর মূল্য ছিল ১৪.৯৫ মার্কিন ডলার)।[] ইন ইয়র হাউজের এই কম মূল্য নেটওয়ার্ক টেলিভিশন সেটারডে নাইট'স মেইন ইভেন্টের সম্প্রচারের পতন ও বাতিল এবং হোম ভিডিও রিলিজ থেকে অপর্যাপ্ত আয়ের পর প্রতি-দর্শনে-পরিশোধ বাজার থেকে ডাব্লিউডাব্লিউএফের আয় বাড়ানোর একটি প্রচেষ্টাও ছিল।[] উপরন্তু, উক্ত সময়ে বিগ ফাইভ তিন ঘন্টা ধরে চলতো, অন্যদিকে ইন ইয়র হাউজের অনুষ্ঠানগুলো শুধুমাত্র দুই ঘন্টা চলতো। ১৯৯৫ সালের ১৪ই মে তারিখে প্রথমবারের মতো ইন ইয়র হাউজ অনুষ্ঠিত হয়েছে।[][][]

১৯৯৯ সালের এই অনুষ্ঠানটি ইন ইয়র হাউজ কালানুক্রমিকের সপ্তবিংশ অনুষ্ঠান ছিল, যা ১৪ই ফেব্রুয়ারি তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসির মেমফিসের মেমফিস পিরামিডে আয়োজন করার জন্য নির্ধারণ করা হয়েছিল। এই অনুষ্ঠানটি ঐতিহ্যগতভাবে প্রতি-দর্শনে-পরিশোধে সম্প্রচার করার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে ধারাবাহিক সম্প্রচার পরিষেবায় সরাসরি সম্প্রচার করা হয়েছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. https://web.archive.org/web/20181216205312/https://hoffco-inc.com/wwe/ppv/ppv/iyh27.html
  2. গ্রাবিয়ানোভস্কি, এড (১৩ জানুয়ারি ২০০৬)। "How Pro Wrestling Works" [পেশাদার কুস্তি কিভাবে কাজ করে]। HowStuffWorks (ইংরেজি ভাষায়)। ডিসকভারি ইনকো.। ১৮ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১২ 
  3. "Live & Televised Entertainment" [সরাসরি এবং টেলিভিশন বিনোদন]। webcitation (ইংরেজি ভাষায়)। ডাব্লিউডাব্লিউই। ২৬ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১২ 
  4. স্টেইনবার্গ, ব্রায়ান (২৫ মে ২০১৬)। "WWE's 'Smackdown' Will Move To Live Broadcast On USA (EXCLUSIVE)" [ডাব্লিউডাব্লিউইর 'স্ম্যাকডাউন' ইউএসএতে সরাসরি সম্প্রচার হবে (এক্সক্লুসিভ)]। Variety (ইংরেজি ভাষায়)। ২৬ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৬ 
  5. Cawthon, Graham (২০১৩)। the History of Professional Wrestling। 2: WWF 1990–1999। CreateSpace Independent Publishing Platform। এএসআইএন B00RWUNSRS 
  6. Dunn, J.D. (২০০৭-১১-০৩)। "Dark Pegasus Video Review: In Your House I"। সংগ্রহের তারিখ ২০০৭-১১-২৫The WWF was falling out of the public spot light in the early 1990s as evidenced by declining ratings for their Saturday Night's Main Event shows, which were getting closer to the "hundreds of thousands" territory than to the "tens of millions." First NBC canceled the shows, and then Fox passed on them, leaving the WWF without network exposure. They tried to supplement that exposure by focusing on the home video market, but that just wasn't bringing in as much money, especially since many of them were priced for rental anyway. So, in 1995, they decided to go back to the one thing that always made them money – pay-per-view. If there were 100,000 people who would buy anything they put out, and they charged $15 a pay-per-view, then [...] Voila. 
  7. "Historical Cards: In Your House (May 14, 1995. Syracuse, New York)"। PWI Presents: 2007 Wrestling Almanak and book of facts। Kappa Publications। পৃষ্ঠা 150। 2007 Edition। 
  8. "WWF In Your House: Premiere"। The Internet Wrestling Database। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১, ২০১৬