প্রতিষ্ঠাকাল | ৩০ মে ২০০৭ |
---|---|
ধরন | মানবাধিকার সংস্থা |
উদ্দেশ্য | মানবাধিকার দল |
সদরদপ্তর | কিয়েভ, ইউক্রেন[১] |
নেতৃত্ব | ওলেক্সান্দ্রা মাতভিচুক |
পুরস্কার | নোবেল শান্তি পুরস্কার (২০২২) |
ওয়েবসাইট | ccl |
সেন্টার ফর সিভিল লিবার্টিজ (ইউক্রেনীয়: Центр Громадянських Свобод, প্রতিবর্ণীকৃত: Tsentr Hromadyansʹkykh Svobod) হলো একটি ইউক্রেনীয় মানবাধিকার সংস্থা যার নেতৃত্বে রয়েছেন ইউক্রেনীয় আইনজীবী ওলেক্সান্দ্রা মাতভিচুক।[২] দেশটিকে আরও গণতান্ত্রিক করার জন্য ইউক্রেন সরকারকে চাপ দেওয়ার উদ্দেশ্যে[৩][৪] এই সংস্থাটি ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়।[৫][৬] সংস্থাটি অ্যালেস বিয়ালিয়াৎস্কি এবং রাশিয়ান মানবাধিকার সংস্থা মেমোরিয়ালের সাথে যৌথভাবে ২০২২ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়।[৫][৭]
সংগঠনের বিধি অনুসারে সংগঠনের পুরো নাম সেন্টার ফর সিভিল লিবার্টিজ সিভিল সোসাইটি অর্গানাইজেশন এবং সংক্ষিপ্ত নাম হল সেন্টার ফর সিভিল লিবার্টিজ।[৮] নিজেদের ওয়েব সাইটে সংস্থাটি বেশিরভাগ ক্ষেত্রেই নিজেকে সেন্টার ফর সিভিল লিবার্টিজ বলে ডাকে।
সেন্টার ফর সিভিল লিবার্টিজ ২০০৭ সালের ৩০ মে ইউক্রেনের কিয়েভে প্রতিষ্ঠিত হয়।[৫][৬] সংস্থাটি ইউক্রেনকে আরও গণতান্ত্রিক করার এবং আইন প্রয়োগকারী সংস্থা এবং বিচার বিভাগে জনসাধারণের নিয়ন্ত্রণকে উন্নত করার প্রয়াসে আইনী সংশোধনী প্রবর্তনের কাজে নিযুক্ত রয়েছে।[৩] সংস্থার উদ্দেশ্যগুলোর মধ্যে একটি হল ইউক্রেনের ফৌজদারি কোড আধুনিকায়ন করা।[৩]
<ref>
ট্যাগ বৈধ নয়; CCLfreiheitMatviichuk
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি<ref>
ট্যাগ বৈধ নয়; onmanorama2022-10-07
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি